ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৯৮

ট্রাম্পের নরম হওয়ার কারণ তাহলে এই

সিলেট সমাচার

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের সখ্য দিন দিন বাড়ছে। প্রকাশ্যেই টিম কুককে প্রশংসায় ভাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কারণেই চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতি কিছুটা নরম হয়েছেন এমন ইঙ্গিতও দিয়েছেন।

অ্যাপলের প্রধান নির্বাহীর সঙ্গে সম্প্রতি রাতের খাবারও খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এক টুইটের উদ্ধৃতি দিয়ে সিএনবিসি বলছে, কুকের পক্ষ থেকে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টিকে ব্যাপক প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘কোনো সমস্যা হলেই কুক সরাসরি আমাকে ফোন দেন। এ কারণেই তিনি দারুণ নির্বাহী কর্মকর্তা। কুক যা করেন অন্যরা তা করেন না।’


কুকের প্রশংসা করলেও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সমালোচনা করেন ট্রাম্প। কারও নাম না নিয়ে ট্রাম্প বলেন, ‘অন্যরা যোগাযোগের জন্য ব্যাপক খরচ করে পরামর্শক নিয়োগ দেন। সরাসরি যোগাযোগ করেন না। কুক সরাসরি ফোন দেন।’

টিম কুকের সঙ্গে রাতের খাবার খাওয়ার পরই মূলত নরম ভাব দেখিয়েছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, টিম কুক তাঁকে নরম হতে বাধ্য করেছেন। চীনা যন্ত্রপাতি আমদানিতে তিনি শুল্কারোপ নিয়ে কঠোর অবস্থানে ছিলেন। কিন্তু কুকের অনুরোধ ফেলতে পারেননি। কুক তাঁকে বলেছেন, চীনা পণ্যে শুল্কারোপ করা হলে অ্যাপলের ক্ষতি হবে এবং তাদের প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের সুবিধা হবে। 

ট্রাম্পের মতে, অ্যাপল ‘গ্রেট আমেরিকান কোম্পানি’ তাই টিম কুকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে শুল্ক দিতে না হলেও অ্যাপলকে শুল্ক দিতে হবে, যা অ্যাপলের জন্য ক্ষতির কারণ হবে। তাই টিম কুককে স্বল্পমেয়াদে সাহায্য করছি।

এখন অবশ্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বন্ধুত্ব করলেও আগে ট্রাম্পের বেশ কিছু সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন টিম কুক। ২০১৭ সালে টিম কুক প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসা নিয়ে কথা বলেছিলেন কুক।

এ বছরের শুরু থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন অ্যাপলের প্রধান নির্বাহী। মার্কিন প্রেসিডেন্ট এক সাক্ষাৎকারে টিম কুকের নাম ভুল করে ‘টিম অ্যাপল’ বলে উল্লেখ করেন। পরে টুইটারে নিজের নাম বদলে ‘টিম অ্যাপল’ রাখেন কুক।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার বাণিজ্যযুদ্ধ বিষয়ে কুক ও ট্রাম্পের নীতিমালাসংক্রান্ত পার্থক্য রয়েছে। তবে টিম কুক ট্রাম্পকে নরম থাকতেই বলছেন। কেননা, চীনা পণ্যে শুল্ক আরোপ করলে অ্যাপলের আইফোনের মতো জনপ্রিয় পণ্যের দাম বেড়ে যাবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার