ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১২০

জকিগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

 


সিলেটের জকিগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা সোমবার (৯ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজন কুমার সিনহার সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. সুররাজ চৌধুরী। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, বিরশ্রী ইউপির চেয়ারম্যান আব্দুছ ছালাম, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান খলিলুর রহমান, খলাছড়া ইউপির চেয়ারম্যান কবির আহমদ, কসকনকপুর ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমিত্র কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিনয় ভুষন দাস, শিক্ষক প্রতিনিধি খলিলুর রহমান, সুজাতা রানী দেবী, সাংবাদিক আবুল খায়ের, শ্রীকান্ত পাল, আব্দুল্লাহ আল মামুন, এফআইভিডিবি’র সূচনা প্রকল্পের নিউট্রিশন অফিসার আবু সাঈদ, গভর্নেন্স অফিসার মফিজুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, জকিগঞ্জ উপজেলার অপুষ্টি দূরীকরণে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিগণের ভূমিকা অব্যাহত থাকবে। ইউনিয়ন চেয়ারম্যানগণের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি, পশুপালন, মৎস্য বিভাগ ও বেসরকারি সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ত্রৈমাসিক ভিত্তিতে সভা আহ্বান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিনহা বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্যসহ পুষ্টি উন্নয়নে প্রথমেই উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব ও প্রয়োজনীতা অপরিসীম। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিবিড়ভাবে কাজ করবেন। বিশেষ করে এসব কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান উন্নয়নে সকল সেবাদাতা কর্মীকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি এমওডিসি বলেন, অবহেলিত ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে পর্যায়ক্রমে স্বাস্থ্য-পুষ্টি, পরিস্কার-পরিচ্ছন্নতা ও পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতামূলক উঠান বৈঠক ও মতবিনিময় এবং আলোচনা সভা করা হচ্ছে। একই সঙ্গে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা ও এটি মোকাবেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, প্রতি তিন মাস অন্তর অন্তর উপজেলা পর্যায়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকে এইডের অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের কারিগরী সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বিগত তিন বছর যাবৎ অপুষ্টি চক্র প্রতিরোধে সূচনা প্রকল্প কাজ করছে। তাই অত্র উপজেলায় এ প্রকল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুষ্টি উন্নয়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার