ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৬২

জকিগঞ্জে কুশিয়ারার ভাঙনে পাল্টে যাচ্ছে মানচিত্র

সিলেট সমাচার

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০১৯  

‘নদী ভাঙনের কারণে বারবার বসতভিটা বদল করতে হয়েছে। গতবছর যে বসত ঘরটি নির্মাণ করেছি তাও এবার ভাঙনের কবলে। পৈত্রিক সম্পত্তির শেষ অংশটুকুও আর রক্ষা হচ্ছে না। ভাঙনের কবলে যে কোন সময় তলিয়ে যাবে এই শেষ সম্বলটুকু। কোথায় যাব কি করবো ভেবে পাচ্ছি না।’

কুশিয়ারার অব্যাহত ভাঙনে সর্বস্বান্ত হয়ে এমন হতাশার কথাগুলো জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়চালিয়া গ্রামের সুভাষ পালের।

শুধু সুভাষ পাল নয় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে এমনই সর্বস্বান্ত হচ্ছেন জকিগঞ্জ উপজেলার শতশত মানুষ। বেশ কয়েকটি ঘরবাড়ী ও বড়চালিয়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রবল ঝুঁকির মাঝে। কুশিয়ারা নদীয় প্রবল ভাঙনে বড়চালিয়া, মাঝরগ্রাম, সুপ্রাকান্দি, কাপনা, লাফাকোনা, উজিরপুর, মানিকপুর, ভাখরশাল, সরিষা, বেউর, মানিকপুর, রসুলপুর, লোহারমহলসহ ২১টি স্থান রয়েছে মারাত্মক ঝুঁকির মুখে। এসব এলাকায় ভাঙন নিয়েছে সর্বগ্রাসী রূপ। ঘরবাড়ী, গাছপালা, জায়গাজমি তলিয়ে যাচ্ছে নদী গর্ভে। এতে আতংকে রয়েছেন নদীর তীরে বসবাসকারী বাড়ীর লোকজন। ভাঙনের কবলে পড়ে ভূমিহীন হচ্ছেন অনেক পরিবার। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ী ও প্রচুর ফসলী জমি। ২১ টি পয়েন্টেই বেড়ীবাঁধ অধিকাংশ নদী গর্ভে হারিয়ে গেছে।
অপরদিকে নদীর অপারে সৃষ্টি হয়েছে বিশাল চর। কুশিয়ারা নদী বাংলাদেশ ভারত সীমারেখা হওয়ায় নদী ভাঙনে সংকুচিত হচ্ছে বাংলাদেশের সীমান্ত। আর অপারে ভরাট হচ্ছে ভারতের অংশ।

সরিষা গ্রামের সুন্দর আলী জানান, নদী ভাঙনে আমাদের জায়গাজমি সবই বিলীন হয়ে গেছে। বিভিন্ন দপ্তরে বারবার আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। আমাদের দেখার কেউ নেই।

মানিকপুর গ্রামের খায়রুল ইসলাম টিটু বলেন, দীর্ঘদিন থেকে জকিগঞ্জে নদীভাঙন রোধে কোন প্রকল্প নেয়া হচ্ছে না। বসতভিটাসহ শতশত একর ভূমি নদীগর্ভে তলিয়ে গেছে। অনেকেই ঘরবাড়ী হারিয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
বড়চালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিজেন্দ্র পাল জানান, ভাঙনের কারণে বিদ্যালয়টি বারবার জায়গা বদল করা হয়েছে। ভাঙন রোধে বাস্তব পদক্ষেপ নিলে বিদ্যালয়সহ মানুষের বসতভিটা জায়গা জমি রক্ষা পেত।
বীরশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস সালম চৌধূরী বলেন, ভাঙন প্রতিরোধে অচিরেই ব্যবস্থা নেওয়া উচিত। এই শুস্ক মৌসুমে নদীভাঙন প্রতিরোধ ও বেড়ী বাঁধ নির্মাণে ব্যবস্থা না নিলে পানিতে তলিয়ে যাবে জকিগঞ্জ।

এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, কুশিয়ারার ভাঙনে সরকারের অধিক গুরুত্ব দেয়া উচিত। কুশিয়ারার এক ইঞ্চি নদী ভাঙন মানে দেশের এক ইঞ্চি মানচিত্র কমে যাওয়া।

ভাঙন নিয়ে জকিগঞ্জের ইউএনও বিজন কুমার সিংহ বলেন, নদী ভাঙন জকিগঞ্জের একটি প্রধান সমস্যা। পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে শুষ্ক মৌসুমেই নদী তীর রক্ষায় উদ্যোগ নেয়া হবে। সীমান্তে নদী ভাঙনে রোধে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি জানান।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসহকারী প্রকৌশলী সেলিম জাহাঙ্গির জানান, জকিগঞ্জের ২১টি পয়েন্টেই বেঁড়ী বাঁধ নির্মাণের জন্য বরাদ্ধ চাওয়া হয়েছে। বড়চালিয়া, মাঝরগ্রাম, সুপ্রাকান্দি, রহিমপুর পয়েন্টে নদীভাঙন রোধে এ বছরই কাজ শুরু হবে। প্রায় ৫৯ কোটি টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করবে খুলনা সিপিয়ার্ড লিমিটেড।

তিনি বলেন, সীমান্তে কুশিয়ারা নদীর ৩৬ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা ও সীমান্ত সড়ক জিডাইনের কাজ চলছে। তা বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ সফল হবে।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার