ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮৫

ছোট্ট বদলেই হচ্ছে বড় দৈত্য বধ

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

এবার কোপা দেল রে এর ফরম্যাটে এসেছে পরিবর্তন। ফরম্যাট পরিবর্তনের ফলে অনেক বড় বড় দল কোয়ার্টারে ওঠার আগেই বিদায় নিয়েছে।

এক নিশ্বাসে নামগুলো পড়ে নেওয়া যাক—অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, এসপানিওল, সেল্টা ভিগো, গেটাফে, মালাগা, দেপোর্তিভো লা করুনিয়া, আলাভেস, লেভান্তে, এইবার, রিয়াল মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ।

এবার এই নামগুলো পড়ুন—বাদাইয়োজ, মিরান্দেজ, কালচারাল লিওনেসা, টেনেরিফে।

কোনগুলো বেশি পরিচিত মনে হচ্ছে আপনার কাছে? স্প্যানিশ ফুটবলের খোঁজ খবর যারা নিয়মিত রাখেন, তাদের মধ্যে শতভাগের উত্তর হবে, প্রথম লাইনের নামগুলো। কারণ প্রথম লাইনের প্রত্যেকটা দলই লা লিগায় খেলে, নামগুলো পরিচিত। অ্যাটলেটিকো মাদ্রিদ তো রিয়াল-বার্সার পর স্পেনের সবচেয়ে শক্তিশালী ক্লাবই। রিয়াল বেতিস, সেল্টা ভিগো, গেটাফের শক্তিও হেলাফেলা করার মতো নয়। অথচ এই প্রথম লাইনের ক্লাবগুলোই কোপা দেল রে এর শীর্ষ ষোলোতে উঠতে পারেনি, তার আগেই বিদায় নিয়েছে। ভাবা যায়!

অ্যাটলেটিকো মাদ্রিদকে কোপা দেল রের শেষ ৩২ থেকে বিদায় করে দিয়েছে কালচারাল লিওনেসা। ২-১ গোলের এ জয় দিয়ে ৬০ বছর পর কোপা দেল রের শেষ ষোলোতে পা রাখল সেকুন্দা বি বা তৃতীয় বিভাগের দলটি। শেষ মুহূর্তে জ্বলে না উঠলে প্রথম লাইনের নামগুলোর মধ্যে লিখতে হতো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নামও। ইবিজার বিপক্ষে ২-১ গোলে জয় পেতে ৯৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। ইউনিয়নিস্তাসের বিপক্ষে জয় নিশ্চিত করতে রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছে শেষ পর্যন্ত।

প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, এবার কোপা দেল রে তে এত অঘটন কেন ঘটছে?

উত্তরটা লুকিয়ে আছে কোপা দেল রের ফরম্যাটের মধ্যে। এবার কোপা দেল রে এর ফরম্যাটে এসেছে পরিবর্তন। এর আগে প্রত্যেক রাউন্ডে ক্লাবগুলো দুই লেগের লড়াইয়ে মুখোমুখি হতো। দুই লেগের পর যে ক্লাব নিজেদের অগ্রগামিতা বজায় রাখত, তারাই পা রাখত পরের রাউন্ডে। এবার সেটা হচ্ছে না। দুই লেগের হিসাব-কিতাব চুকিয়ে কোপা দেল রে এবার প্রবেশ করেছে এক লেগের যুগে। প্রতি রাউন্ডে ওপরের লিগে থাকা ক্লাব খেলবে অপেক্ষাকৃত নিচের লিগে ক্লাবের বিপক্ষে, সেই ম্যাচ খেলতে নিচু লিগের ক্লাবের মাঠে যেতে হবে উঁচু লিগের ক্লাবকে। যে কারণে বার্সা, রিয়াল, অ্যাটলেটিকো সবাই যথাক্রমে ইবিজা, ইউনিয়নিস্তাস ও কালচারাল লিওনেসার মাঠে খেলতে গিয়েছে।

নতুন ফরম্যাট অনুযায়ী শুধু সেমিফাইনালই হবে দুই লেগে। ফাইনালের জয়ী-পরজিত দলও এক লেগেই নির্ধারিত হবে।

ঐতিহ্যগতভাবে বার্সা-রিয়ালের মতো স্পেনের শক্তিশালী ক্লাবগুলো কোপা দেল রেকে তেমন পাত্তা দেয় না। কোপা দেল রে খেলার জন্য দুর্বল দল পাঠায়, নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নেয়। এতে প্রথম লেগে ম্যাচ হারলেও পরের লেগে সে ব্যবধান ঘোচানোর একটা সুযোগ থাকত এত দিন। সে সুযোগটা এখন আর পাচ্ছে না ক্লাবগুলো। ফলে দুর্বল ক্লাবগুলোর পক্ষে অঘটন ঘটানোর সম্ভাবনাটা বেড়ে গেছে আগের চেয়ে।

নতুন ফরম্যাটে অ্যাটলেটিকোর মতো এখনো হারতে হয়নি বার্সা বা রিয়ালকে। কিন্তু নতুন ফরম্যাটে দুর্বল দলগুলো যেভাবে উজ্জীবিত হয়ে খেলছে, পরের যেকোনো রাউন্ডে মেসি-রামোসরা বিদায় নিলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

সিলেট সমাচার
সিলেট সমাচার