ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৮২

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এ একদিন

সিলেট সমাচার

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

 

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ একটি পাঁচ তারকা মানের রিসোর্ট। সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা মানের বিলাসবহুল এই রিসোর্টে বিনোদনের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। ২০১৩ সালের ২৫ শে ডিসেম্বর যাত্রা শুরু করে প্রথম বছরেই ওয়ার্ল্ড লাক্সারি হোটেল এওয়ার্ড ২০১৪ অর্জন করে নেয় গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ। গ্রান্ড সুলতান রিসোর্ট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। সবুজ প্রকৃতি ও চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলের প্রায় ১৩.২ একর জায়গার ওপর এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। আট ধরণের বিভিন্ন মানের সুবিধাসহ এখানে সর্বমোট ১৩৫ টি কক্ষ রয়েছে। পরিবারের সবাই কিংবা প্রিয় সঙ্গীকে নিয়ে আপনার ছুটির দিনের সময়টুকু প্রকৃতির কাছে থেকে আনন্দে কাটাতে চাইলে চলে যেতে পারেন গ্রান্ড সুলতান টি রিসোর্টে।


বিনোদনের জন্যে যা আছে

আউটডোর স্পোর্টস: আউটডোর স্পোর্টস হিসেবে আছে গলফ, বাস্কেটবল, টেনিস ও ব্যাডমিন্টন খেলার মাঠ। আপনি আপনার পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন এই আউটডোর খেলাধুলা।

সুইমিং পুল: তাপমাত্রা নিয়ন্ত্রণ সুবিধা সহ আছে আছে আধুনিক সুইমিং পুল। ক্লান্তি দূর করতে কিছুক্ষন সুইমিং পুলে সময় কাটাতে পারবেন। বাচ্চাদের জন্যে আছে আলাদা ছোট পুলের ব্যবস্থা।

স্পা: আপনার প্রশান্তির জন্যে আছে স্পা এর ব্যবস্থা। থাই, ট্রেডিশনাল, সুইডিশ, স্পোর্টস মেসেজ সহ নানা আরামদায়ক মাসাজের ব্যবস্থা। আছে বিউট পার্লার ও মেন’স স্যালুন।

মুভি থিয়েটার: আপনার পছন্দমত সিনেমা দেখার জন্যে আছে ৪৪ আসল বিশিষ্ট আছে 3D/HD সিনেমা দেখার ব্যবস্থা।

জিম: স্বাস্থ্য সুরক্ষায় আছে আধুনিক সব যন্ত্রপাতি সহ জিম করার ব্যবস্থা।

লাইব্রেরী: অবসর সময় কাটানোর জন্যে আছে বিশাল সংগ্রহশালা নিয়ে লাইব্রেরী। আপনি আপনার পছন্দমত যে কোন বই নিয়ে পড়তে পারবেন।

গেম সেন্টার: ভার্চুয়াল রিয়েলিটিসহ জনপ্রিয় গেম নিয়ে গেম সেন্টার ও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার উপকরণ নিয়ে আছে চাইল্ড্রেন প্লে জোন।


রুম ভাড়া ও সুযোগ সুবিধা

আট ধরণের বিভিন্ন মানের সুবিধাসহ এখানে সর্বমোট ১৩৫ টি কক্ষ রয়েছে। ভাড়া ২৪,০০০ – ৭৮,০০০ টাকা। বিভিন্ন সময় ও উপলক্ষে রুম ভাড়ার উপর থাকে ২০-৫০% ডিসকাউন্টের ব্যবস্থা।


কিং ডিলাক্স

ভাড়া – ২৪,০০০ টাকা

অতিথি – ২ জন

রুম সাইজ – ৩৮২ স্কয়ার ফিট

সুবিধা – কিং সাইজ বেড, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সেফটি ডিপোজিট বক্স, মিনি বার ও ৩২ ইঞ্চি এলসিডি টিভি।

কমপ্লিমেন্টারি সার্ভিস – ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফ্রুট বাস্কেট, হট বাথ, লাইব্রেরী, জিম, ওয়াই-ফাই, প্লে জোন, চা, কফি ও পানি।

কুইন ডিলাক্স

ভাড়া – ২৪,০০০ টাকা

অতিথি – ২ জন

রুম সাইজ – ৩৮২ স্কয়ার ফিট

সুবিধা – কুইন সাইজ বেড, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সেফটি ডিপোজিট বক্স, মিনি বার ও ৩২ ইঞ্চি এলসিডি টিভি।

কমপ্লিমেন্টারি সার্ভিস – ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফ্রুট বাস্কেট, হট বাথ, লাইব্রেরী, জিম, ওয়াই-ফাই, প্লে জোন, চা, কফি ও পানি।

ট্রিপল ডিলাক্স

ভাড়া – ২৪,০০০ টাকা

অতিথি – ৩ জন

রুম সাইজ – ৩৮২ স্কয়ার ফিট

সুবিধা – ৩টি সিঙ্গেল বেড, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সেফটি ডিপোজিট বক্স, মিনি বার ও ৩২ ইঞ্চি এলসিডি টিভি।

কমপ্লিমেন্টারি সার্ভিস – ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফ্রুট বাস্কেট, হট বাথ, লাইব্রেরী, জিম, ওয়াই-ফাই, প্লে জোন, চা, কফি ও পানি।

এক্সিকিউটিভ সুইট কিং

ভাড়া – ৩৪,০০০ টাকা

অতিথি – ২ জন

রুম সাইজ – ৫৬৯ স্কয়ার ফিট

সুবিধা – লিভিং রুম সহ মাস্টার কিং সাইজ বেড রুম , ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সেফটি ডিপোজিট বক্স, মিনি বার ও ৩২ ইঞ্চি এলসিডি টিভি।

কমপ্লিমেন্টারি সার্ভিস – ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফ্রুট বাস্কেট, হট বাথ, লাইব্রেরী, জিম, ওয়াই-ফাই, প্লে জোন, চা, কফি ও পানি।

এক্সিকিউটিভ সুইট কুইন

ভাড়া – ৩৪,০০০ টাকা

অতিথি – ২ জন

রুম সাইজ – ৫৬৯ স্কয়ার ফিট

সুবিধা – লিভিং রুম সহ মাস্টার কুইন বেড রুম , ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সেফটি ডিপোজিট বক্স, মিনি বার ও ৩২ ইঞ্চি এলসিডি টিভি।

কমপ্লিমেন্টারি সার্ভিস – ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফ্রুট বাস্কেট, হট বাথ, লাইব্রেরী, জিম, ওয়াই-ফাই, প্লে জোন, চা, কফি ও পানি।


রয়াল সুইট ডিলাক্স

ভাড়া – ৫১,৬০০ টাকা

অতিথি – ৪ জন

রুম সাইজ – ৯২০ স্কয়ার ফিট

সুবিধা – কিং ডিলাক্স, কুইন ডিলাক্স ও লিভিং রুম, ডাইনিং স্পেস, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সেফটি ডিপোজিট বক্স, মিনি বার ও ৩২ ইঞ্চি এলসিডি টিভি।

কমপ্লিমেন্টারি সার্ভিস – ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফ্রুট বাস্কেট, হট বাথ, লাইব্রেরী, জিম, ওয়াই-ফাই, প্লে জোন, চা, কফি ও পানি।


রয়াল সুইট সুপেরিয়র

ভাড়া – ৬২,০০০ টাকা

অতিথি – ৪ জন

রুম সাইজ – ১১৬০ স্কয়ার ফিট

সুবিধা – কিং ডিলাক্স, কুইন ডিলাক্স ও লিভিং রুম, ডাইনিং স্পেস, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সেফটি ডিপোজিট বক্স, ৩টি মিনি বার ও ৩২ ইঞ্চি এলসিডি টিভি।

কমপ্লিমেন্টারি সার্ভিস – ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফ্রুট বাস্কেট, হট বাথ, লাইব্রেরী, জিম, ওয়াই-ফাই, প্লে জোন, চা, কফি ও পানি।

প্রেসিডেন্টিয়াল সুইট / রাজ প্রাসাদ

ভাড়া – ৭৭,৬০০ টাকা

অতিথি – ৪ জন

রুম সাইজ – ১৩৫০ স্কয়ার ফিট

সুবিধা – মাস্টার বেডরুম, বাচ্চাদের বেডরুম, লিভিং+ডাইনিং রুম, ডাইনিং স্পেস, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, সেফটি ডিপোজিট বক্স, ৩টি মিনি বার ও ৩২ ইঞ্চি এলসিডি টিভি।

কমপ্লিমেন্টারি সার্ভিস – ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফ্রুট বাস্কেট, হট বাথ, লাইব্রেরী, জিম, ওয়াই-ফাই, প্লে জোন, চা, কফি ও পানি।


কিভাবে যাবেন

ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। শ্রেণী ভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া ২২০ থেকে ১০০০ টাকা। ট্রেনে যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা।

বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি নন এসি বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগে ৪ ঘন্টার মত।

চট্টগ্রাম থেকে বাসে বা ট্রেনে শ্রীমঙ্গল যেতে পারবেন। চট্টগ্রাম থেকে ট্রেনে শ্রীমঙ্গল যেতে, পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। ট্রেন ভাড়া ক্লাস অনুযায়ী ২৫০ থেকে ১১০০ টাকা।

শ্রীমঙ্গল থেকে মাইক্রোবাস বা সিএনজি দিয়ে গ্রান্ড সুলতান টি রিসোর্ট।


খাওয়ার ব্যবস্থা

আপনার পছন্দ মত দেশী ও বিদেশী খাবারের জন্যে আছে ৪টি আধুনিক রেস্তোরা ও ক্যাফে। আপনার চাহিদামত যে কোন খাবার পরিবেশন করা হয়।


 

সিলেট সমাচার
সিলেট সমাচার