ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১০০

গ্রীস যাবার পথে বালাগঞ্জের যুবকের মর্মান্তিক মৃত্যু

সিলেট সমাচার

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

 


তুরস্ক থেকে গ্রীস যাবার পথে বালাগঞ্জের এক যুবকের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মৃত্যুবরণকারী যুবকের নাম মো. এনামুল এহসান জায়গীরদার ফয়ছল (২৯)। সে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. মহুদ আহমদ জায়গীরদারের পুত্র।

নিহত ফয়ছল দালালের মাধ্যমে তুরস্ক থেকে গ্রীস যাবার পথে গত শুক্রবার ‘অজ্ঞাতস্থানে’ মৃত্যুবরণ করেছেন। তবে, এ ঘটনার প্রায় ১সপ্তাহ পরও মৃতদেহের সন্ধান এবং ‘মৃত্যুস্থান’ চিহ্নিত করা যায়নি। পরিবারের লোকজন এ বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।

নিহতের ছোটভাই মো. রাজিমুল এহসান জায়গীরদার রুজেল ও ফুফাতো ভাই মো. বুরহান উদ্দিন জায়গীরদার জানিয়েছেন, নিহত ফয়ছল গত শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গ্রীসে অনুপ্রবেশকালে গ্রীসের সীমান্ত এলাকায় মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা যাচ্ছে। তবে, নিহত ফয়ছলের সাথে থাকা ১৫/১৬ জনের দলের কয়েকজন দুর্গম পথ অতিক্রম করে গ্রীসে প্রবেশ করতে পারলেও অন্যরা তুরস্ক ফিরে গেছে। সংশ্লিষ্ট দালালের মাধ্যমে ফয়ছলের মৃত্যুর বিষয়ে গত রোববার পরিবারের লোকজন সংবাদ পেয়েছেন। এছাড়া গ্রীস পৌঁছে যাওয়া অন্যদের কাছ থেকেও গত মঙ্গলবার ফয়ছলের মৃতদেহের বিভিন্ন ছবি সংগ্রহ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, ইতোমধ্যে গ্রীসস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে। মৃতদেহের সন্ধান এবং ‘মৃত্যুস্থান’ সনাক্তকরণের ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে পরিবারের লোকজন নিহত ফয়ছলের মৃতদেহ উদ্ধার এবং তার সন্ধানের অপেক্ষায় রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বরফ আচ্ছাদিত এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। তবে, তার মৃতদেহের সন্ধান এবং মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তিনি এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার