ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১২৬

গোয়াইনঘাটে নির্মাণ হচ্ছে ৮টি আশ্রয় কেন্দ্র, ব্যয় ৩০ কোটি টাকা

সিলেট সমাচার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

সিলেটের গোয়াইনঘাটে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৮টি আশ্রয় কেন্দ্র। বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় এ ৮টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। যেখানে ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প ও বড় মাত্রার ঘূর্ণিঝড় ও দুর্যোগকালীন সময় বিপদগামী মানুষ তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও গবাদি পশু অনান্য আসবা পত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারবে।

গোয়াইনঘাটে বর্ষাকালে পাহাড়ি ঢলের কারণে নদী, খাল, বিল, হাওর ও নিচু এলাকাসহ অনেক গ্রাম পানিতে তলিয়ে যায় এবং ফসলের জমি, রাস্তাঘাট, কালভার্ট এর ক্ষতি হয়। আশ্রয় কেন্দ্রগুলো তৈরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া অন্য সময় আশ্রয় কেন্দ্রগুলো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত পরিবেশ দেওয়া যাবে। আশ্রয় কেন্দ্রগুলো বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

গোয়াইনঘাটের ৮ টি বন্যা আশ্রয় কেন্দ্র বাস্তবায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০১৮-২০১৯ অর্থ বছর থেকে বন্যা আশ্রয় কেন্দ্রগুলোর কাজ শুরু হলেও সবকটির কাজ শেষ করতে ২০২২ সালের জুন মাস পর্যন্ত সময় লাগবে বলে তারা জানান।

জানা যায়, বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মজিদ উচ্চবিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্রটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওয়াহিদ এন্ড কোং ঢাকা, নন্দীরগাঁও ইউনিয়নের দশগাঁও নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজের বন্যা আশ্রয় কেন্দ্রটির কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিভাইন এন্টারপ্রাইজ ঢাকা এবং রুস্তুমপুর ইউনিয়নের কুপার বাজার উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্রটির নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। বাকি ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করা এবং প্রকল্প এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের উন্নত পরিবেশে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হবে। বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের মাধ্যমে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জরুরি সাড়াদান ও সুরক্ষার মাধ্যমে দুর্যোগের ক্ষতিকর প্রভাব সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, গোয়াইনঘাটে ৩০ কোটি টাকা ব্যয়ে ৮টি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। উপজেলার যে সকল এলাকা বর্ষাকালে তলিয়ে যায় আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে সেই এলাকায়। আশ্রয় কেন্দ্রে বন্যায় তলিয়ে যাওয়া অসহায় মানুষ আশ্রয় নেবে। তাছাড়া বন্যার পানি নেমে গেলে সেখানে ছাত্র/ছাত্রীরা পড়ালেখা করতে পারবে।

তিনি বলেন- প্রতি বছর বাংলাদেশের প্রায় ২৬ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ ১৮ শতাংশ ভূখণ্ড বন্যা কবলিত হয়। ব্যাপকভাবে বন্যা হলে দেশের ৫৫ শতাংশের অধিক ভূখণ্ড বন্যার প্রকোপে পড়ে। এ ছাড়া প্রতি বছর এ দেশের মানুষ নদীভাঙনের শিকার হয়। মাঠের শস্য, ক্ষেত ও বসতভিটার ভূমি নদীভাঙনের মাধ্যমে বিলীন হয়ে যায়। বাংলাদেশের সর্বমোট প্লাবণভূমির প্রায় ৫ শতাংশ ভূমি প্রত্যক্ষভাবে নদীভাঙনের কবলে পড়ছে। তাই প্রাকৃতিক দুর্যোগ বন্যার সময়ে মানুষজনকে সুরক্ষার লক্ষ্যে বন্যা আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণ করছে সরকার।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার