ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১০৫

গোয়াইনঘাট ইউএনও বিশ্বজিতের মানবিক উদ্যোগ

সিলেট সমাচার

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

 


গরু চুরের আক্রমণে একটি পা হারানোর যন্ত্রণায় চিকিৎসার টাকা সংগ্রহের জন্য মানুষের ধারে ধারে ঘুর ছিলেন মনজুর মিয়া নামের ৩২ বছর এক বয়সী যুবক। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রুস্তুমপুর ইউনিয়নের লামা হাদারপার গ্রামে মনজুর মিয়ার বাড়ি।তার পিতা মোঃ মুসলিম উদ্দিন পেশায় দিনমজুর ও গৃহিণী শরিফা বেগম তার মায়ের নাম। 

২০১৬ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের সূচনা লগ্নে গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার নিজ বাড়ি লামা হাদারপার গ্রামে এসে ছিলেন । বাড়িতে ফেরার সময় লামা হাদারপার জামে মসজিদের দক্ষিণে পৌঁছামাত্র পার্শ্ববর্তী বগাইয়া হাওর গ্রামের মৃত,আব্দুস ছত্তারের ছেলে সিদ্দেক আলী (৩২) সহ আরো ৪/৫ জন লোক মনজুর আহমদের উপরে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সিদ্দেক আলী ধারালো দা দিয়ে মনজুরের ডান পায়ের হাঠুর উপরে কোপ মারে। দা এর কোপে ঘটনা স্থলেই মনজুর মিয়ার পা দ্বি-খন্ডিত হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা রুজু হয়ে বর্তমানে সিদ্দেক আলীসহ অপরাপর আসামিগন জেল হাজতে রয়েছেন। 

হতদরিদ্র মনজুর মিয়া টাকার অভাবে পা এর যথাযথ চিকিৎসা করাতে পারেননি। ফলে ক্ষতস্থানে প্রতিনিয়ত নানা যন্ত্রণা দিতো। মানুষের সাহায্যে তিনি মাঝে মধ্যে ঔষধ ক্রয় করে খেতেন। এভাবেই চিকিৎসার জন্য সাহায্য চাইতে চাইতে এক পর্যায়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নিকটে পৌঁছান। বিশ্বজিত কুমার পাল ৩২ বছর বয়সী মনজুর মিয়ার পা দেখে হতবাক হয়ে পড়েন। তিনি অসহায় হতদরিদ্র মনজুর মিয়াকে স্বপ্ন দেখাতে শুরু করেন। মনজুর মিয়ার ডান পা কিভাবে সচল করা যায় সে বিষয়ে তিনি ব্যাক্তিগত ভাবে উদ্দ্যোগ গ্রহন করেন । ইউএনও বিশ্বজিত কুমার পালের ব্যাবহারের গাড়ি করে মনজুর মিয়াকে পঠান সিলেট শহরে। সিলেট উপশহরের ডি ব্লক মেইন রোডের দুই নাম্বার বাড়ি ইস্কান্দার সিতারা সিআরপিতে উপস্থিত হন মনজুর মিয়া। দেখা মেলে সিআরপি সিলেটের ম্যানেজার চৌধুরী মোঃ কামরুল হাসানের সাথে। 

মনজুর মিয়ার বক্তব্য শোনে ও তার পা দেখে কামরুল হাসান বলেন পক্ষাঘাতগ্রস্থদের পূর্নবাসন সিআরপির প্রধান অফিস ঢাকায়। তিনি জানান মনজুর মিয়ার কৃত্রিম পা লাগাতে চাইলে তার সংস্থা ৫০হাজার টাকা সহযোগিতা করবে এবং বাকি আরো ২৫ হাজার টাকা মনজুর মিয়াকে সংগ্রহ করতে হবে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল গোয়াইনঘাট উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতা নিয়ে তিনি ব্যাক্তিগত ভাবে ২৫ হাজার টাকা মনজুর মিয়াকে প্রদান করেন।

সদ্য বিদায়ী গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, অসহায়, হতদরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাড়ানো আমাদের প্রত্যেকের কর্তব্য, নিজ অবস্থান থেকে অসহায় মানুষ জনের পাশে দাড়িয়ে আপনার  একটু খানি সহযোগীতা অসহায় মানুষের সারাজীবনের অবলম্বন হতে পারে। আমি আমার নিজ কর্তব্যের জায়গা থেকে মনজুর মিয়ার পাশে দাড়ানোর প্রয়াস চালিয়েছি মাত্র।

সিলেট সমাচার
সিলেট সমাচার