ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২০৬

ক্যান্সারের চিকিৎসায় হলুদ, ভারতের গবেষণা পেল মার্কিন পেটেন্ট

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২০  

ক্যান্সার নিরাময়ের চিকিৎসায় হলুদের গুঁড়ার মিশ্রণের অনু ‘কারকিউমিন’ ব্যবহার করে ভারতীয় বিজ্ঞানীদের একটি গবেষণা পদ্ধতিকে পেটেন্ট দিয়ে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের তামিলনাড়ুর তিরুঅনন্তপুরমের শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়ন্সেস অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা মার্কিন এই স্বীকৃতি পেয়েছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউটের গবেষক দলের প্রধান লিসি কৃষ্ণাণ বলেন, হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। হলুদের উপাদান ‘কারকিউমিন’ সরাসরি ক্যান্সার আক্রান্ত কোষের ওপর প্রভাব ফেলে। অন্য কোনও পদ্ধতিতে ক্যানসারের চিকিৎসা করতে গেলে সাধারণত ক্যান্সার আক্রান্ত কোষ ছাড়াও অন্যান্য কোষেও তার প্রভাব পড়ে। কিন্তু এক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত কোষের আশাপাশের সুস্থ কোষগুলোতে তার কোনও প্রভাব পড়ে না।

দেশটির একটি দৈনিককে কৃষ্ণাণ বলেন, হলুদের মধ্যে ক্যান্সার নিরাময়ের অনেক উপাদান রয়েছে। এর মধ্যে অন্যতম হল এই কারকিউমিন। কারকিউমিন শরীরের মধ্যে প্রবেশ করে রক্ত জমাট বাঁধা ঠেকায়।

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের অনুদানে গঠিত এই সংস্থার প্রধান উদ্দেশ্য ছিল হলুদের এই উপাদান এমনভাবে ব্যবহার করা; যা সরাসরি ক্যান্সার আক্রান্ত কোষের ওপর প্রভাব ফেলতে পারে। এই কারকিউমিন টিস্যু ফ্লুইডের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে।

শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউটের কর্মকর্তা আশা কিশোর বলেন, একবার ক্যান্সার আক্রান্ত কোষগুলো অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দেয়ার পরও তা অন্য কোষে ছড়িয়ে ফের ক্যান্সার ফিরে আসার আশঙ্কা থাকে। এই আশঙ্কাকেই শেষ করে দেয় কাইকিউমিন।

তিনি বলেন, একবার অস্ত্রোপচার হয়ে যাওয়ার পর ক্যান্সার আক্রান্ত কোষগুলোর আশপাশের কোষকে সুরক্ষিত রাখে হলুদের এই উপাদান। সেখানে কোনও রকমের রক্ত জমাট বাঁধতে দেয় না। ফলে নতুন করে ক্যান্সার ফিরে আসার আশঙ্কাও থাকে না।

ইতোমধ্যে ক্যান্সার আক্রান্ত বিভিন্ন পশুর শরীরে হলুদের কারকিউমিন অনু ব্যবহার করে চিকিৎসা পদ্ধতিতে সফলতা পাওয়া গেছে বলে দাবি করেছে শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট। আশা কিশোর বলেছেন, মার্কিন পেটেন্ট পাওয়ার পর আমাদের এই গবেষণার মূল্য আরও বৃদ্ধি পেয়েছে। ক্যান্সার গবেষণায় এক নতুন দিগন্ত খুলে যাবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার