ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১১৭

কোরআন হাদিসের আলোকে নামাজ আদায়কারীদের স্তর

সিলেট সমাচার

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

 


নামাজ (ফার্সি: نَماز‎‎) বা সালাত হলো ইসলাম ধর্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাজের নির্দিষ্ট সময়) নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক বা ফরজ।

নামাজ ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ।

একজন মানুষকে মুসলিম হতে হলে তার প্রধান কাজ হলো এই সাক্ষ্য দেয়া,

আরবি উচ্চারণ :

اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُه وَرَسُولُه

বাংলা উচ্চারণ :

‘আশ্‌হাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু-লা-শারীকালাহু ওয়া আশ্‌হাদু আন্না মুহাম্মাদান আ'বদুহু ওয়া রাসূলুহু’।

অনুবাদ :

‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া কোনো উপাস্য নাই। তিনি এক, অদ্বিতীয় এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁহার বান্দা ও প্রেরিত রাসূল।’

একজন ব্যক্তির  এই সাক্ষ্য তখনই যথাযথ হবে, যখন তার মধ্যে অন্যান্য ইবাদতগুলো ইখলাসের সঙ্গে পাওয়া যাবে। আর সব ইবাদতের মূল হলো ‘সালাত’ কায়েম করা। সালাত কায়েম করার উপকারিতা সম্পর্কে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা বলেন,

إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ

‘নিশ্চয় সালাত অশ্লীন ও গর্হিত কাজ হতে বিরত রাখে।’ (সূরা : আনকাবুত, আয়াত :৪৫)।

উপযুক্ত আয়াত থেকে প্রমাণিত হয় সালাত আদায়কারীর দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। কিন্তু বর্তমান সমাজে এমন একটি অবস্থা বিরাজ করছে যেখানে অন্যায়-অত্যাচারসহ যাবতীয় অশ্লীন ও খারাপ কাজে সালাত আদায়কারী ও সালাত না আদায়কারী সবারই ভূমিকা প্রায় সমান। অথচ সালাতের উদ্দেশ্য হলো এর মাধ্যমে মানুষ যাবতীয় নাফরমানী তথা পাপের কাজ থেকে বিরত থাকবে।

তাই সালাত মানুষকে উপকার দিচ্ছে না কেন? সালাত মানুষকে উপকার না দেয়ার কারণ হিসেবে দায়ী কে? সালাত না সালাত আদায়কারী! (প্রথম পর্বের অংশবিশেষ)


২য় পর্ব...

পঞ্চম প্রকারের সালাত আদায়কারী: 

এরা হলো চতুর্থ প্রকার সালাত আদায়কারীর মতই। কিন্তু সে তার অন্তরকে আল্লাহর সামনে এমন ভাবে উপস্থাপন করে, যেন সে তার অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামীনকে দেখছে এবং আল্লাহ তায়ালাও যেন তার পরিদর্শক।

এ প্রকারের সালাত আদায়কারী আল্লাহকে এমন পূর্ণাঙ্গরুপে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন যেন সে আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। আর এমন অবস্থায় সালাত আদায়কারী থেকে সমস্ত কুমন্ত্রনা অদৃশ্য হয়ে যায় এবং তার মাঝে ও আল্লাহর মাঝে যে পর্দা রয়েছে তা উঠে যায়। সালাতের মধ্যে আল্লাহ এবং তাঁর বান্দার এধরনের সম্পর্ক সৃষ্টি হওয়া আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে তার চেয়ে মহান এবং শ্রেষ্ঠ। আর এ প্রকারের সালাত আদায়কারী সালাতের মধ্যে তার রবের সঙ্গে ব্যস্ত থাকে এবং এর মাধ্যমে তার চক্ষুপ্রশান্তি লাভ করে তথা অন্তর প্রশান্তি লাভ করে।

পঞ্চম প্রকার সালাত আদায়কারীর জন্য যে সওয়াব রয়েছে: 

এ প্রকার সালাত আদায়কারীর জন্য রয়েছে ক্ষমা ও সওয়াব। এই ধরনের সালাত আদায়কারী দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ অর্জন করার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় তারা অর্জন করতে সক্ষম হয় তা হলো তাদের রবের নিকট তারা নৈকট্য প্রাপ্ত যাকে বলা হয়।

দুনিয়াতে সালাত আদায় করার মাধ্যমে যে অন্তর প্রশান্তি লাভ করে তার অনেক দলিল রয়েছে। যেমন রাসূল (সা.) এর এক শীর্ষস্থানীয় সাহাবি খুবাইব (রা.)-কে যখন মক্কার কাফেরেরা হত্যা করার জন্য প্রস্তুতি নেয়, তখন খুবাইব (রা.) তাদেরকে বলেছিলেন,

‘তোমরা আমাকে ছেড়ে দাও আমি দুই রাকাত সালাত পড়ব। যখন তার সালাত পড়া শেষ হলো তাদের দিকে ফিরে তিনি বললেন, তোমরা যদি এই ধারনা না করতে আমি মৃত্যুর ভয়ে সালাত পড়ছি তাহলে আরো বেশি সময় সালাতে মশগুল থাকতাম। (বুখারী)।

এই হাদিস থেকে প্রতিয়মান হয় খুবাইব (রা.) সালাতের মধ্যে অন্তরের প্রশান্তি লাভ করেছিলেন। যার ফলে তিনি বলেছিলেন, আমি সালাত আরো বেশি দীর্ঘ করতাম যদি তোমরা আমার ওপর এই ধারনা না করতে যে, আমি মৃত্যুর ভয়ে সালাত দীর্ঘ করছি।

উপসংহার: আসুন আমরা সবাই দলাদলী বাদ দিয়ে রাসূল (সা.) এর সহিহ হাদিস অনুপাতে সালাত আদায় করি এবং রাসূল (সা.) ও খুবাইব (রা.) এর মনমানসিকতা তৈরি করে সালাত কায়েম করি তাহলেই সালাত আমাদেরকে উপকার দেবে। যেমন আল্লাহ তায়ালা বলেছেন,

إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ

‘নিশ্চয় সালাত অশ্লীন  ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।’ (সূরা: আনকাবুত, আয়াত: ৪৫)।

সিলেট সমাচার
সিলেট সমাচার