ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৮০

এবার সিলেটে আসছেন ‘ভাস্কর্যবিরোধী’ আরেক বক্তা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

এবার সিলেটে আসছেন ‘ভাস্কর্যবিরোধী’ আরেক ইসলামি বক্তা মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর বিশঘরে অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান (বক্তব্য) রাখবেন।

এদিকে, বিশঘরের ওয়াজ মাহফিলের আয়োজক কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোশাহিদ আলী। এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কেউ কিছু বললে বা বিশঘরের ওয়াজ মাহফিলকে ঘিরে কোনো অঘটন ঘটলে এর দাঁতভাঙ্গা জবাব দেবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন এই আওয়ামী লীগ নেতা।

রোববার (১৭ জানুয়ারি) বিকালে বিশ্বনাথ উপজেলা সদরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোশাহিদ আলী এ কথা বলেন। এ মতবিনিময় সভায় ওই ওয়াজ মাহফিলের আয়োজক কমিটির অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশাহিদ আলী বলেন, এনায়েতুল্লাহ আব্বাসী ভাস্কর্যবিরোধী কি-না তা আমার জানা নেই। তিনি বলেন, নিশ্চয়ই এনায়েতুল্লাহ আব্বাসীর ওপর আল্লাহর ছায়া রয়েছে।
এলাকাবাসীর সিদ্ধান্তে আব্বাসীকে ওই ওয়াজে আনা হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, এতে যদি কোনো অঘটন ঘটে তাহলে এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
বিশঘরের ওয়াজ মাহফিল সফলের লক্ষ্যে ওই মতবিনিময় সভায় তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথের ওই মাহফিলে সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট মোশাহিদ আলী। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি মোকাব্বির খান ও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

উল্লেখ্য, কিছুদিন আগে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি নিয়ে সিলেটসহ সারাদেশে উত্তেজনার সৃষ্টি হয়। হেফাজতে ইসলামের কয়েকজন নেতাসহ দেশের বেশ কিছু আলেম বিভিন্ন ওয়াজ মাহফিলে ভাস্কর্যবিরোধী বক্তব্য রাখেন। এ নিয়ে সরকার দলীয় নেতাকর্মীরা ভাস্কর্যবিরোধী বক্তব্য প্রদানকারী আলেমদের বিরুদ্ধে বিষোদগারসহ নানা সমালোচনা করেন।

ধর্মীয় দৃষ্টিকোন থেকে যেসব আলেম ভাস্কর্যবিরোধী বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছেন- হেফাজতে ইসলামের নেতা আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা মামুনুল হক, ইসলামি আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম চরমোনাই ও মুফতি ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী। এনায়েতুল্লাহ আব্বাসী বিভিন্ন টকশোতেও কোরআন-হাদিসের আলোকে ভাস্কর্যবিরোধী আলোচনা করেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার