ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৯০

আমাদের পরিস্থিতি অনেক দেশের চেয়ে ভালো: তথ্যমন্ত্রী

সিলেট সমাচার

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী অভিযোগ প্রত্যাখ্যান করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রও নিজেদের এটি থেকে মুক্ত রাখতে পারেনি। ইউরোপের সব দেশ যাদের কারিগরি দক্ষতা, চিকিৎসাবিজ্ঞান, আর্থিক সক্ষমতা—সবকিছু আমাদের চেয়ে বেশি। এরপরও তারা এটি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেনি। সে ক্ষেত্রে বাংলাদেশও নানা পদক্ষেপ নিয়েছে সরকার, আমাদের দেশের পরিস্থিতি অনেক দেশের চেয়ে ভালো।’

আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবিলায় রাজনীতি ভুলে সবাইকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেছেন, দলমতের ঊর্ধ্বে উঠে বৈশ্বিক দুর্যোগ করোনা মোকাবিলা করতে হবে। এটি নিয়ে রাজনীতি করা খুবই দুর্ভাগ্যজনক। তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব এটি একটি বৈশ্বিক দুর্যোগ। আমরা সবাই মিলে রাজনীতি ভুলে জনগণের পাশে যেন দাঁড়াই।’

করোনা নিয়ে বিভিন্ন গুজব প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন চিকিৎসক পরিচয় দিয়ে একটি ভয়েস রেকর্ড ছাড়া হয়েছে। কথিত এই চিকিৎসক তাঁর আত্মীয়ের সঙ্গে কথা বলছেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ও কীভাবে এল, এটাই প্রশ্ন। আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার অর্থই হচ্ছে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা।

গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কারা গুজব রটাচ্ছে, তাদের শনাক্ত করতে সরকারের কারিগরি দল ও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। যারা এসব করছে, তাদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রতিদিন ব্রিফিং করে করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সরকার কিছু করেনি, সরকার তথ্য গোপন করছে–এ ধরনের কথা বলা হচ্ছে। অথচ সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিন কী হচ্ছে, কতজন করোনাভাইরাসে আক্রান্ত, কতজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, কতজন চিকিৎসাধীন আছে—সবকিছু বলা হচ্ছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি নানা প্রোগ্রামসহ মুজিব বর্ষের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দলের নানা কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সংবাদ সম্মেলন করে যে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেটির সঙ্গে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটাচ্ছে, দুটির মধ্যে যোগসূত্র আছে। আশা করব, কেউ এ ধরনের বিভ্রান্তি ছড়াবেন না এবং যাদের শনাক্ত করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট সমাচার
সিলেট সমাচার