ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৭৯৭

অন্ধজনে আলো ছড়াচ্ছে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল

সিলেট সমাচার

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

 

সুন্দর এ পৃথিবী দেখতে কে না চায়! কিন্তু শারীরিক নানান জটিলতায় মানবদেহের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ কখনো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে; তখন অন্ধকার নেমে আসে জীবনে। এমন হতাশাগ্রস্থ রোগীদেরই চোখের আলো বিলিয়ে চলেছে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

দীর্ঘদিন ধরে সুনামের সাথে জেলায় চক্ষুসেবা দিয়ে চলেছে ৩৪ বছরের পুরাতন এ প্রতিষ্ঠানটি। চোখের নানান সমস্যায় আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের রোগীরা এখানে প্রতিদিন ভর্তি হচ্ছেন এবং চিকিৎসাসেবা গ্রহণ করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

হাসপাতাল সূত্র জানায়, বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) এই হাসপাতালটি চালুর পর ১৯৭৪ সালে মৌলভীবাজারে প্রথম চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। ১৯৮৬ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশি-বিদেশি অন্যান্য দাতাদের সহযোগিতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ লাভ করে। এ বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে দূরের রোগীদের জন্য শায়েস্তাগঞ্জ এবং নবীগঞ্জে প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্র চালু রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুলাউড়াতে অনুরূপ পরিচর্যা কেন্দ্র চালু হতে যাচ্ছে।

সমাজ হতে অন্ধত্ব দূরীকরণ এবং সমাজের দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেবার ব্রত নিয়ে মৌলভীবাজার শহর হতে দুই কিলোমিটার দূরে মাতারকাপন নামক স্থানে প্রতিষ্ঠিত হয় এই চক্ষু হাসপাতালটি।

হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, ১৪ জন অভিজ্ঞ চিকিৎসক, ৩২ জন সেবিকা এবং ১৪০ জন পূর্ণকালীন কর্মী রয়েছে। এ-স্ক্যান, বি-স্ক্যান, লেজার চিকিৎসা, ওয়ান-স্টপ ছানি ক্লিনিক, ডায়াবেটিক ইউনিট, গ্লুকোমা ইউনিট, অকুলার মাইক্রোবায়োলিকিক পরীক্ষাগার, ইন্ট্রাকুলার লেন্স ও ফ্যাকো সার্ভিস, বিশেষ পেডিয়াট্রিক ইউনিটসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা রয়েছে এখানে।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু বলেন, আমরা এ চক্ষু হাসপাতালটিকে অচিরেই ট্রেনিং ইন্সটিটিউট হিসেবে দেখতে চাই। আরো অত্যাধুনিক যন্ত্রপাতি চলে এসেছে এবং শিগগিরই এগুলো স্থাপিত হতে যাচ্ছে এখানে। আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ আমরা প্রধানমন্ত্রীর কাছে থেকে ‘প্রতিবন্ধিতা উত্তরণ সম্মাননা-২০১৮’ পদক পেয়েছি।

হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা মো. এহসানুল মান্নান বলেন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক আয়োজিত মোট চক্ষু শিবিরের সংখ্যা ৫৮৯টি, চক্ষু শিবিরে চিকিৎসাকৃত রোগীর সংখ্যা ৭ লাখ ৩৪ হাজার ৬২১জন, চক্ষু শিবিরে অপারেশনকৃত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৬৬৭জন, চিকিৎসাপ্রাপ্ত শিশু রোগীর সংখ্যা ৩৪ হাজার ৪৯ জন।

২০১৭ এবং ২০১৮ এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন যথাক্রমে ১ লাখ ৩ হাজার ৫৩৬ জন এবং ১ লাখ ৪ হাজার ৬৮০ জন মানুষ। ২০১৯ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৭ হাজার ৪৫০ জনে। প্রতিষ্ঠার পর থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন রোগীর সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৩৯০ জন বলে জানান মো. এহসানুল মান্নান।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার