ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৫২

আড়াই বছর পর ফেরাটা সুখের হলো না নারী ফুটবল দলের

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১  

প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে জাতীয় নারী ফুটবল দল। স্পষ্ট করে বললে ৯০৩ দিন পর আজ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাবিনা খাতুনরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মোড়কে সে ফেরাটা সুখকর হয়নি। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের গোলটি নামা বদলি তহুরা খাতুনের।

২০১৯ সালের ২০ মার্চ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ বিরতি। ২০১৯ সালে ইচ্ছা করে দক্ষিণ এশিয়ান গেমসে দলই পাঠায়নি বাফুফে। নিজেরাও করেনি কোনো খেলার আয়োজন। এরপর শুরু হয় করোনা যুগ। না খেলার কারণ হিসেবে অদৃশ্য এই অণুজীবের ওপর দায় চাপিয়েই পার পেয়েছে তারা।

দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকায় র‍্যাঙ্কিং থেকেই মুছে গিয়েছিল বাংলাদেশের নাম। বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক ম্যাচের জটটা আরও বড় হতে পারত, যদি চলতি মাসে উজবেকিস্তানে এশিয়ান কাপের বাছাইয়ে না খেলত বাংলাদেশ।

সে বাছাইপর্বের প্রস্তুতির জন্যই নেপালে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ। দীর্ঘদিন না খেলায় আন্তর্জাতিক ফুটবলের স্বাদ ভুলে যাওয়াটা স্বাভাবিক। সাবিনা, কৃষ্ণা রাণীদের খেলায় জড়তা ছিল। প্রথমার্ধে প্রচুর মিস পাস করেছেন তাঁরা। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে দল।

১৪ মিনিটে এগিয়ে যায় নেপাল। বিমালা চৌধুরীর ক্রসে বক্সের মধ্যে থেকে হেডে গোলটি করেন সাবিতা রানা। এই গোলে কোনোভাবেই দায় এড়াতে পারেন না বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। সাবিতার মার্কিংয়ে সেন্টারব্যাক শিউলি আজিম থাকা অবস্থাতেও অহেতুক পোস্ট ছেড়ে বের হয়ে আসেন কিন্তু বলের নাগাল পাননি।

সেই ভুলের ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই আরেক ভুল। নেপাল ফরোয়ার্ডদের অফসাইড ফাঁদে ফেলার খেসারত দিয়ে ২৩ মিনিটে দ্বিতীয় গোল হজম। সারু লিম্বুর রক্ষণচেরা থ্রুতে বলের নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত গতিতে ঢুকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন প্রীতি রায়।

বাংলাদেশের রক্ষণভাগ প্রতিপক্ষ ফরোয়ার্ডদের অফসাইড ফাঁদে ফেলতে চেয়েছিল। কিন্তু সেন্টারব্যাক নিলুফা নিলা অনেক পেছনে দাঁড়িয়ে থাকায় সে পরিকল্পনা ব্যর্থ হয়ে গোল খাওয়া।

প্রথমার্ধে বাংলাদেশের একমাত্র সুযোগটি ৩৫ মিনিটে। অধিনায়ক সাবিনা খাতুনের রক্ষণচেরা পাসে নেপালের রক্ষণভাগ ফাঁকা হয়ে যায়। গোলরক্ষককে একা পেয়েও শট পোস্টে রাখতে পারেননি সিরাজ জাহান স্বপ্না।

দ্বিতীয়ার্ধে স্বপ্নার বদলি নেমেই ব্যবধান কমিয়েছেন তহুরা খাতুন। ৮৩ মিনিটে বদলি নেমেছেন, নেমেই সেই মিনিটেই গোল! মাঝমাঠের ওপর থেকে বল পেয়ে দ্রুতগতিতে ঢুকে বক্সের বাইরে থেকে নেওয়া তহুরার শট প্রতিপক্ষ রক্ষণভাগের গায়ে লেগে জড়িয়ে যায় জালে।

সিলেট সমাচার
সিলেট সমাচার