ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৩০

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক 

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১  

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিবেচনা করা হয়নি অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির ও অলরাউন্ডার ক্রিস মরিসকেও। টেম্বা বাভুমাকে অধিনায়ক করে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে ডাকা হয়েছে এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা কেশব মহারাজকে।

এ বছরের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছেন ডু প্লেসি। তবে সীমিত ওভারের ক্রিকেটে বিবেচ্য ছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। অবশ্য গত বছরের ডিসেম্বরের পর থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের কোনো ম্যাচ খেলেননি ডু প্লেসি।

অন্যদিকে তাহির ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন ২০১৯ সালের বিশ্বকাপের পর। তবে টি-টোয়েন্টি থেকে এখনো অবসর নেননি ৪০ বছর বয়সী এ লেগ স্পিনার। ডু প্লেসি ও তাহির দুজনই এখন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

২০১৯ সালের বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেননি মরিসও। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়েও নিজের অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন সর্বশেষ আইপিএলের নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার। এ তিনজনের কেউ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই। এমন কাউকে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আর বিবেচনা করারও সম্ভাবনা কম তাই।

দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক ভিক্টর এম্পটিস্যাং বলেছেন, ‘ফাফের রেকর্ড অসাধারণ। তবে এ মুহূর্তে আমরা নির্বাচন প্রক্রিয়ায় ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এ কারণে এ দলটা নির্বাচন করেছি আমরা।’

সাম্প্রতিক সময়ের দারুণ পারফরম্যান্সের পরও বিবেচনা করা হয়নি ইয়ানেমান ম্যালানকে। সে অর্থে মহারাজের দলে অন্তর্ভুক্তি একটা চমকই। ক্যারিয়ারে ৩৬টি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেললেও এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি এ বাঁহাতি স্পিনারের। অবশ্য সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ওয়ানডেতে বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মহারাজের সঙ্গে স্পিনার হিসেবে আছেন বিওর্ন ফরটুইন ও তাব্রেইজ শামসি। জর্জ লিন্ডাকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।

মহারাজকে দলে নেওয়ার পেছনে দল ও নির্বাচক প্যানেলের সমর্থনের কথা জানিয়েছেন এম্পটিস্যাং, ‘কেশব অসাধারণ একজন নেতা। আমাদের নির্বাচক প্যানেল ও দলের সমর্থন আছে তার প্রতি। ডলফিনের হয়েও সে তার নেতৃত্বগুণ দেখিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও আমাদের সিদ্ধান্তের সপক্ষে কাজ করে দেখিয়েছে। তার অধিনায়কত্ব দলের ভারসাম্যের স্বার্থেই সর্বশেষ সিরিজে দরকার ছিল বলে আমাদের মনে হয়েছে। সামনের বিশ্বকাপেও সেটা কাজে লাগবে।’

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের এ দলটাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবে। শুধু থাকবেন না পেসার লুঙ্গি এনগিডি, আইপিএলের পরের অংশে খেলবেন তিনি। অধিনায়ক বাভুমাকে এ সিরিজেও পাবে না দক্ষিণ আফ্রিকা, আঙুলে অস্ত্রোপচার লাগবে তাঁর। তবে বিশ্বকাপের আগেই তিনি সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিওর্ন ফরটুইন, রিজা হেন্ডরিকস, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন।

রিজার্ভ

জর্জ লিন্ডা, আন্দিলে ফিকোয়াও, লিজাড উইলিয়ামস।

সিলেট সমাচার
সিলেট সমাচার