ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২০০

সুপার লিগে দ্বিতীয় স্থান পাকাপোক্ত বাংলাদেশের

সিলেট সমাচার

প্রকাশিত: ২১ জুলাই ২০২১  

চলতি জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিন ওয়ানডে সিরিজটি। বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় সিরিজের একটি ম্যাচ হারলেও বড় ক্ষতি হয়ে যেত তামিম ইকবালের দলের। তেমন কিছু অবশ্য হয়নি।

মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটের সহজ জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ উপহার দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি পেয়েছে পূর্ণ ত্রিশ পয়েন্ট। যার সুবাদে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানটি পাকাপোক্ত করে নিয়েছে তামিম ইকবালের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ১২ ম্যাচে বাংলাদেশ দলের সংগ্রহ ৮০ পয়েন্ট। সবার ওপরে থাকা ইংল্যান্ডের নামের পাশে রয়েছে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। আগামী বেশ কিছুদিন সময় এ দু দলই থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে।

কারণ তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ঝুলিতে আছে ৭ ম্যাচে ৫০ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের শেষ ফুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট বেড়ে হবে ৭০। এরপর লম্বাসময় কোনো ওয়ানডে সিরিজ নেই তাদের। তাই সহসাই বাংলাদেশ ও ইংল্যান্ডকে টপকে যেতে পারবে না তারা।

একইভাবে ভারতের রয়েছে ৮ ম্যাচে ৪৯ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে তাদের হবে ৫৯ পয়েন্ট। তাদেরও নিকট ভবিষ্যতে নেই ওয়ানডে সিরিজ। তাই ভারতও পারবে না শীর্ষ দুইয়ে উঠতে।

তবে আগস্টের শুরুতেই ভারত ও অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে আয়ারল্যান্ডের সামনে। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে আইরিশরা। সেখানে পূর্ণ ৩০ পেলে ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে যাবে আয়ারল্যান্ড।

সুপার লিগে বড় দলগুলোর মধ্যে সবচেয়ে নাজেহাল অবস্থা শ্রীলংকার। লিগের ২৪ ম্যাচের মধ্যে ১১টি খেলার পর মাত্র ১টিতে জিতেছে তারা। এছাড়া একটি পরিত্যক্ত ম্যাচ থেকে পেয়েছে আরও ৫ পয়েন্ট। কিন্তু দুই ম্যাচে স্লো ওভার রেটের কারণে কাটা গেছে ২ পয়েন্ট। সবমিলিয়ে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১২ নম্বরে রয়েছে তারা।


সুপার লিগের পয়েন্ট টেবিল

১/ ইংল্যান্ড - ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট

২/ বাংলাদেশ - ১২ ম্যাচে ৮০ পয়েন্ট

৩/ অস্ট্রেলিয়া - ৭ ম্যাচে ৫০ পয়েন্ট

৪/ ভারত - ৮ ম্যাচে ৪৯ পয়েন্ট

৫/ পাকিস্তান - ৯ ম্যাচে ৪০ পয়েন্ট

৬/ আয়ারল্যান্ড - ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট

৭/ নিউজিল্যান্ড - ৩ ম্যাচে ৩০ পয়েন্ট

৮/ আফগানিস্তান - ৩ ম্যাচে ৩০ পয়েন্ট

৯/ ওয়েস্ট ইন্ডিজ - ৭ ম্যাচে ৩০ পয়েন্ট

১০/ দক্ষিণ আফ্রিকা - ৬ ম্যাচে ২৪ পয়েন্ট

১১/ নেদারল্যান্ডস - ৩ ম্যাচে ২০ পয়েন্ট

১২/ শ্রীলঙ্কা - ১১ ম্যাচে ১৩ পয়েন্ট

১৩/ জিম্বাবুয়ে - ৬ ম্যাচে ১০ পয়েন্ট

সিলেট সমাচার
সিলেট সমাচার