ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮৮

মিঠুনকে দলে নেওয়ার কারণ জানালেন তামিম

সিলেট সমাচার

প্রকাশিত: ২১ জুলাই ২০২১  

ব্যাটসম্যান থেকে যদি প্রয়োজনীয় সময়ে রানই না পাওয়া যায় তবে একাদশে তার ঠাঁই পাওয়া নিয়ে প্রশ্ন উঠবেই।

মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে নিয়ে এমনই প্রশ্নের মুখে পড়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাজেশট খেলে আউট হয়েছেন মিঠুন।

প্রথম দুই ম্যাচে আলগা শটে আউট হয়ে চাপে ফেলেছিলেন দলকে। একটিতে করেছেন ১৯ অন্যটিতে মাত্র ২ রান।

ব্যাটিংয়ে এমন দৈন্যদশা দেখে তৃতীয় ওয়ানডেতে মিঠুনের বদলে মোহাম্মদ নাঈম বা অন্য কাউকে দেখা যাবে বলে ধারণা ছিল বিশ্লেষকদের।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একাদশে মিঠুনকে দেখা গেছে। কিন্তু আজও সুযোগের তেমন একটা সদ্ব্যবহার করতে পারলেন না মিঠুন।

যদিও ম্যাচে অনেকটা সময় ক্রিজে থেকেছেন, ৫৭ বল খরচে ৩০ রান করেছেন। কিন্তু ভুগেছেন টাইমিং পেতে। ৫৭ বলের ইনিংসে বাউন্ডারি কেবল একটি।

তাই মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে মিঠুনকে একাদশে কেন রাখা হলো প্রশ্নটা আরো জোরাল হয়েছে।

এর জবাব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, সবাইকেই সুযোগ দেওয়া উচিত। মিঠুন শেষ দুই-তিনটা ম্যাচে হয়তো খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু আপনি যদি নিউ জিল্যান্ডের কথা মনে করেন, সেখানে যে ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, সেটায় ওর সবচেয়ে বড় অবদান ছিল।

এরপর তামিম বলেন, ‘আসলে পাঁচ ও ছয় নম্বরে আমরা এখনও হয়তো মন মতো কাউকে পাইনি। কিন্তু আমরা সবাইকে সুযোগ দিচ্ছি। আজ সোহানের ইনিংসটা দুর্দান্ত ছিল। এখন বাংলাদেশ দলে দুই-তিন জন আছে যারা একটি জায়গার জন্য লড়াই করছে। আমাদের জন্য এখনকার ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা কমপ্লিট একটা দল হিসেবে বিশ্বকাপে যেতে চাই।’

সিলেট সমাচার
সিলেট সমাচার