ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮৬৯

কাঁদলেন নেইমার, কাঁদছে পিএসজিও

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

বুধবার রাতে কোপ ডি ফ্রান্সের শেষ ৩২ রাউন্ডের ম্যাচে স্ট্রসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। কিন্তু এই জয়ের আনন্দ ছাপিয়ে পিএসজি শিবিরে গুমট কান্না। হতাশা, শঙ্কা, বিষাদের কালো মেঘ। আবারও যে সেই ডান পায়ে চোট পেয়েছেন নেইমার।

হ্যাঁ, আবার সেই ডান পায়ে চোট পেয়েছেন নেইমার। নতুন করে পাওয়া এই চোট অঝোরে কাঁদাল নেইমারকে। চোট পাওয়ার পর মাঠেই অঝোরে কাঁদলেন ব্রাজিল তারকা। তার সেই কান্না ছোঁয়াচে রোগ হয়ে ছড়িয়ে পড়ে পার্স ডি প্রিন্সেসের গ্যালারিতে। পরে কাঁদতে কাঁদতেই মাঠ ছেড়েছেন নেইমার। মাঠ থেকে সরাসরি যেতে হয়েছে হাসপাতালে।

চোট কতটা গুরুতর সেটা এখনো নিশ্চিত হতে পারেনি পিএসজি। কারণ এখনো এক্স-রে রিপোর্ট হাতে পায়নি। তবে ধারণা করা হচ্ছে চোটটা গুরুতরই। এমনকি ১২ ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে নেইমার খেলতে পারবেন কিনা, তা নিয়েই দেখা দিয়েছে সংশয়।

চোট পেলে ব্যথায় কাতরাতে দেখা যায় বটে। তবে কাউকে কখনোই এমন অঝোরে কাঁদতে দেখা যায় না। কিন্তু নেইমার কাল মাঠেই কাঁদলেন। দুহাতে সমানে মুছলেন চোখের জল। চোখের এই অবাধ্য জলই বলে দিচ্ছিল চোটকে এখন বড় বেশি ভয় পান নেইমার।

একবার, দুবার তো নয়। বারবারই চোটের শিকার হতে হয়েছে তাকে। ক্যারিয়ার বিধ্বংসী গুরুতর চোটই পেয়েছেন বার তিনেক। প্রথম বার ২০১৪ সালের বিশ্বকাপে। দ্বিতীয়বার বার্সেলোনার হয়ে খেলার সময়। সর্বশেষ, গত বছর এই পিএসজির হয়ে খেলার সময়ই ডান পেয়ে গুরুতর চোট পান ব্রাজিল তারকা। যে চোটের কারণে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয় তাকে। এমনকি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা নিয়েও তৈরি হয়েছিল সংশয়ের বেড়াজাল।

প্রতিবারই প্রচণ্ড মনের জোরে সেরে উঠেছেন এবং আবার ফিরে এসেছেন মাঠে। কিন্তু বারবার চোট পাওয়ায় চোট নামক শব্দটিই এখন নেইমারের মনে ভয়ের কম্পন তোলে। প্রতিপক্ষের খেলোয়াড় ট্যাকলের জন্য এগিয়ে এলেই ভয়ে আঁতকে উঠে মন! কাল তো ভয়ে, সংশয়ে কেঁদেই ফেললেন।

চোটের এই ঘটনাটা ঘটেছে ম্যাচের ৬০ মিনিটের দিকে। একবার, দুবার নয়, স্ট্রসের মিডফিল্ডার মোয়াতাজ জেমজেমি মুহূর্তের মধ্যে নেইমারকে তিনতিন কড়া ট্যাকল করেন। কিন্তু রেফারি ফাউলের বাঁশি বাজাননি। সুরক্ষা দেননি নেইমারকে। অবশেষে রেফারি ফাউলের বাঁশি বাজান বটে; তবে ততক্ষণে জেমজেমির চতুর্থ ট্যাকলের শিকার হয়ে মাঠে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছেন নেইমার।

দলীয় চিকিৎসকরা দ্রুত ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেইমারকে দাঁড় করান বটে। তবে ব্রাজিল তারকা মাঠে থাকতে পারেননি। ৬২ মিনিটে মাঠ ছেড়ে তার আশ্রয় হয়েছে হাসপাতালের বিছানায়।

পিএসজি শিবিরে ভয়টা বেশি। কারণ, এবারের চোটটাও সেই ডান পায়ের অ্যাঙ্কলেই। গত বছরও এই ডান পায়ের অ্যাঙ্কলেই চোট পেয়েছিলেন। অ্যাঙ্কলের মেটাটারসাল ছিড়ে গিয়েছিল। এবারের ক্ষতটাও সেখানেই। নেইমারের নতুন এই চোট নিয়ে পিএসজি শিবির কতটা আতঙ্কিত, সেটি বোঝা গেল কোচ টমাস টুখেলের কথাতেই।

ম্যাচ শেষে পিএসজির জার্মান কোচ আভাস দিলেন চোটটা গুরুতরই, ‘না, আমি নেইমারের সঙ্গে সরাসরি কথা বলিনি। কারণ সে হাসপাতালে। তবে হ্যাঁ, আমি খুবই উদ্বিগ্ন। এটা খুবই জটিল। কারণ, চোটটা সেই একই পায়ে, একই মেটাটারসালে। ঠিক ২০১৮ সালের শুরুতে যে জায়গায় চোট পেয়েছিল।’

গত বছর ফেব্রুয়ারিতে চোট পাওয়ার পর মৌসুমের বাকি সময়টা আর খেলতেই পারেননি নেইমার। এবারও মৌসুমের সেই গুরুত্বপূর্ণ সময়টাতেই তাকে হারানোর শঙ্কা। পিএসজি শিবির ভয়ে তো কাঁপবেই।

নেইমার ছাড়লেও পিএসজির জয় পেতে সমস্যা হয়নি। তিনি মাঠে থাকা অবস্থাতেই এডিনসন কাভানির গোলে ১-০তে এগিয়ে ছিল পিএসজি। তিনি মাঠ ছাড়ার পর দলের দ্বিতীয় গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া, ৮০ মিনিটে।

সিলেট সমাচার
সিলেট সমাচার