• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
২৭

টস জিতে ফিল্ডিংয়ে চেন্নাই

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। এ ম্যাচটি জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে চায় টাইটান্স, অন্যদিকে ধোনির হাত ধরে রেকর্ড পঞ্চমবারের মতো শিরোপা জিততে মরিয়া চেন্নাই।

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছে চেন্নাই-গুজরাট। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনবার একে অপরের মোকাবিলা করেছে দুই দল। এর মধ্যে গুজরাট দুইবার এবং চেন্নাই একবার জিতেছে। অর্থাৎ চতুর্থবারের মতো লড়তে যাচ্ছে তারা।

এ ম্যাচে বাজি ধরা হচ্ছে চেন্নাইয়ের পক্ষে। কারণ দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে প্রতিপক্ষ হার্দিক পান্ডিয়াও উঠতি অন্যতম সেরা ক্যাপ্টেন। ফলে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে।

শিরোপা নির্ধারণী ম্যাচে উভয় দলই সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়েছে চেন্নাই। ফলে দল অপরিবর্তিত রাখতে পারেন অধিনায়ক ধোনি। সাধারণত ফাইনালে যেকোনো মূল্যে রদবদল এড়াতে চান তিনি। 

তবে কোনো খেলোয়াড় আনফিট হলে বদল আসতে পারে। সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার পরিবর্তন হবে। আগে বোলিং করলে মাথিশা পাথিরানা দলে থাকবেন। আর প্রথমে ব্যাট করলে শিবম দুবে কিংবা আম্বাতি রায়ডু থাকবেন।

অন্যদিকে পান্ডিয়া কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামতে চান। তার দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তাদের কাছে প্রচুর বিকল্প রয়েছে। আগে বোলিং পেলে জশ লিটলকে প্লেয়িং ইলেভেনে রাখবেন। আর প্রথমে ব্যাটিং করলে শুভমন গিলকে একাদশে  আনবেন তিনি। এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসবে না।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, আম্বাতি রায়ডু, মইন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।

ইমপ্যাক্ট প্লেয়ার - মাথিশা পাথিরানা।

গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি ও মোহিত শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ার- জশ লিটল।

সিলেট সমাচার
সিলেট সমাচার