• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
৪৫২

সাড়ে ছয় বছরের চুক্তিতে নটিংহ্যামে ব্রাজিলিয়ান তারকা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

সময়ের সেরা সম্ভাবনাময় ফুটবলারদের একজন ব্রাজিলের তারকা দানিলো। দারুণ সম্ভাবনাময় এ ফুটবলারকে এবার দলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। পালমেইরাস থেকে সাড়ে ৬ বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েছেন এই মিডফিল্ডার।

দানিলোর প্রসঙ্গে নিজেদের ওয়েবসাইটে সোমবার দেওয়া বিবৃতিতে চুক্তিভুক্ত করার বিষয়টি জানায় নটিংহ্যাম। ব্রাজিলিয়ান ক্লাব থেকে ২১ বছর বয়সী তারকাকে দলে টানতে তাদেরকে খরচ করতে হয়েছে এক কোটি ৬০ লাখ পাউন্ড।

ব্রাজিলের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১টি ম্যাচ খেলেছেন দানিলো। দলটির হয়ে দুটি কোপা লিবের্তাদোরেস সহ আরও কয়েকটি শিরোপা জিতেছেন তিনি। ২০২২ সালে ক্লাবটির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন দানিলো।

দানিলোকে পেতে চেষ্টায় ছিল ইউরোপের কয়েকটি ক্লাব। সেই লড়াইয়ে জিতে গেল নটিংহ্যাম। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ফিলিপ্পো জিরাল্দি বলেন, “আমাদের ক্লাব ও আমাদের শহরে দানিলোকে স্বাগত জানাতে পেরে আমরা খুব খুশি। সে চমৎকার এক প্রতিভা।'

ঐদিকে ইংলিশ লিগে খেলার সুযোগ পেয়ে খুব খুশি দানিলো। ক্লাবের ওয়েবসাইটে বলেছেন সেই উচ্ছ্বাসের কথা। এই তরুণ বলেন, 'প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন পূরণ করতে পেরে এবং নটিংহ্যাম খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি।'

চলতি প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৯ ম্যাচে পাঁচটি করে জয় ও ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলে ১৩তম স্থানে আছে নটিংহ্যাম। আগামী শনিবার বোর্নমাউথের মুখোমুখি হবে তারা।

সিলেট সমাচার
সিলেট সমাচার