• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৬৩

বড় জয়ের পরই ফ্রান্স দলে দুঃসংবাদ 

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ও স্বস্তি দিচ্ছে না তাদের। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এমন জয়ের পরও হতাশা ছুঁয়ে যাচ্ছে ফ্রান্স দলকে। আর হবেই না কেন, ফের ফরাসি শিবিরে চোটের হানা। বিশ্ব চ্যাম্পিনদের বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন ফ্রান্সের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন লুকাস। তার ধাক্কাতেই এই বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারের শেষ হয়ে যাচ্ছে কাতার বিশ্বকাপ। যদিও ফ্রান্স দলের অধিনায়ক ও কোচ এনিয়ে সরাসরি কিছু বলেন নি। 

লুকাসের আগে আরও বড় ধাক্কা খেয়েছে ফরাসি দল। দিন কয়েক আগেই চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে করিম বেনজেমার। তারও আগে ফ্রান্সের এনগোলো কান্তে, পল পগবা, প্রেসনেল কিমপেম্বে এবং ক্রিস্টোফার এনকুকুর বিশ্বকাপ ইনজুরিতে শেষ হয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের ফ্রান্সের শুরুর একাদশে থাকতে পারতেন ৬ ফুটবলার হার মানলেন ইনজুরির কাছে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মিনিট দশেক পরই চোটে পড়েন হার্নান্দেজ। ব্যথায় কাবু হয়ে মাঠেই শুয়ে পড়েন এই ডিফেন্ডার। তারপর আর খেলায় ফেরা হয়নি। তার চোট নিয়ে অবশ্য ফরাসি টিম ম্যানেজম্যান্ট বিস্তারিত কিছু জানায়নি। 

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য অনায়াসে জিতেছে ফ্রান্স। অলিভিয়ের জিরুর জোড়া গোল, আদ্রেঁয়া রাবিও ও কিলিয়ান এমবাপের গোলে দারুণ সূচনা হয়েছে তাদের। তবে বড় জয়ের পরই দল পেলো দুঃসংবাদ!

সিলেট সমাচার
সিলেট সমাচার