ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩০

একসঙ্গে জাতীয় নারী দলের ১৫ ফুটবলারের পদত্যাগ!

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

স্পেনে জাতীয় দল থেকে এক সঙ্গে পদত্যাগ করেছেন ১৫ জন নারী ফুটবলার। কোচের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন এসব তারকা খেলোয়াড়রা। 


তাদের অভিযোগ, ভিল্দার অধীন খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটছে।  

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচ ভিল্দার ট্রেনিং করানো ও তার ড্রেসিংরুম পরিচালনা করার নিয়মে মোটেও সন্তুষ্ট নন স্পেনের নারী জাতীয় দলের ১৫ ফুটবলার।  কোচের বরখাস্তের দাবিতে আন্দোলনও করেন তারা। অভিযোগের বিষয়টি জানাতে স্পেন ফুটবল ফেডারেশনে একটি করে মেইল দিয়েছেন তারা। 

কিন্তু ফুটবলারদের এমন দাবি পাত্তাই মেলেনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে।  কোচ ভিল্দার পক্ষ নিয়েছে সংস্থাটি।  ফুটবলারদের দাবি ও অভিযোগের বিষয়ে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ‘খেলোয়াড়দের এই দাবি মোটেও মানা সম্ভব নয়। এমন দাবি যৌক্তিক নয়। এটা ফুটবল ও খেলার মূল্যবোধের পরিপন্থী।’

ফেডারেশনের এমন বিবৃতির পর পরই বৃহস্পতিবার গণপদত্যাগের পথ বেছে নেন মেয়েরা।  

এদিকে খেলোয়াড়দের কঠোর অবস্থানেও মত পাল্টায়নি স্প্যানিশ ফেডারেশন।  উল্টো পালটা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। তারা জানিয়েছে, আন্দোলনকারীদের বাদ দিয়ে প্রয়োজনে বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের নিয়ে নতুন জাতীয় দল গঠন করা হবে।  তবুও ভিল্দাই কোচ থাকছেন।

এমনটি ঘটলে অভিজ্ঞ ও তারকা ফুটবলারদের হারাবে স্পেন। কারণ, আন্দোলনকারী ১৫ ফুটবলারের মধ্যে ৬ জন খেলেন বার্সেলোনায়। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবেও খেলেন তাদের কয়েকজন।

১৫ ফুটবলারের এমন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের নারী ফুটবলার ম্যাগান রেপিওনে। ইনস্টাগ্রামে এক স্টোরিতে স্প্যানিশ ফুটবলারদের সমর্থন দেন তিনি।

তারা হলেন - ভিসেন্তে মোরাজা, প্যাট্রি গুইজারো, লেইলা, লুসিয়া গার্সিয়া, ম্যাপি লেওন, উনা ব্যাটল, লাইয়া আলেইক্সান্দারি, ক্লদিয়া পিনা, আইতানা বোনমাতি, আন্দ্রেয়া পেরেইরা, মারিওনা কালদেন্তে, স্যান্দ্রা প্যানোস, লোলা গ্যালার্ডো, নেরেয়া এইজাগুইরে ও অ্যামাইয়াস সারেইজি।

এদিকে ১৫ ফুটবলারের এমন দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের নারী ফুটবলার ম্যাগান রেপিওনে। ইনস্টাগ্রামে এক স্টোরিতে স্প্যানিশ ফুটবলারদের সমর্থন দিয়েছেন তিনি।

সব মিলিয়ে স্প্যানিশ ফুটবলে চরম উত্তেজনা চলছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার