ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৬২

জাতীয় দলে ‘ওপেন’ করবেন মুশফিক!

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে ব্যাটসম্যানের ছড়াছড়ি থাকলেও এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন ইমন ছাড়া নেই স্বীকৃত কোনো ওপেনার। এ অবস্থায় ওপেন করতে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে!

এশিয়া কাপে ওপেনারের বিকল্প ভাবনায় আছেন শেখ মেহেদী হাসান। সাকিব আল হাসানকেও ভাবনায় রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে মেহেদী আর সাকিবকে ছাপিয়ে মুশফিকের নামই বেশি আলোচনায়। 

অথচ আন্তর্জাতিক টি-২০তে মাত্র ১ বার ওপেন করার অভিজ্ঞতা আছে মুশফিকের। আফগানিস্তানের বিপক্ষে সে ম্যাচে এই ডানহাতি করেন ৫ রান। আসন্ন এশিয়া কাপে ওপেন করলে পাওয়ার-প্লের ফায়দা দিতে হবে তার, সঙ্গে সামর্থ্য রাখতে হবে ১২০ বল খেলার।

এসব নিয়েই কাজ শুরু করেছেন মুশফিক। আজ বুধবার ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে নিজের ব্যাটিং ঝালিয়ে নেন তিনি। মুশফিককে ব্যাটিং অনুশীলন করিয়ে মিরপুরে সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, ‘আসলেই (ওপেন) করবে কি না জানি না। কারণ, দুজন স্বীকৃত ওপেনার আছে আমাদের দলে।’

তিনি আরো বলেন, ‘আলোচনাটা যদি মুশফিককে নিয়ে বেশি করি, ওই দুজন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আমার মনে হয় দুজনকেই ব্যাক করা উচিত, যেন ওরা ভালো করতে পারে। সেটা পারলে সেরা হবে। যদি ওদের মধ্যে কেউ ব্যর্থ বা অসুস্থ হয় তাহলে হয়তো মেক শিফট অপশনের ব্যাপার আসবে।’

তবে মুশফিক যখন বিকেএসপির ছাত্র ছিলেন তখন ওপেন করতেন বলে জানান ফাহিম। তার ভাষায়, ‘মুশফিক যখন খেলা শুরু করেছিল বিকেএসপিতে ওপেনার হয়েই এসেছে, এটা আমি জানি। পরে ক্যারিয়ারের কারণে ও মিডল অর্ডারে চলে এসেছে।’

এরপর তিনি বলেন, ‘অবশ্যই ও মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান। ওপেন করাটা সবসময় চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না ও নিজেকে কতটা প্রস্তুত করতে পারবে। কিন্তু ওর অভিজ্ঞতাটা কাজে লাগবে। যদি দরকার হয় মুশফিক ও অন্যরাও আছে।’

সম্প্রতি মুশফিকের টি-২০ ব্যাটিং সামর্থ্য নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। প্রয়োজনের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারছেন না তিনি। এশিয়া কাপ দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এজন্য নেটে পাওয়ার হিটিং অনুশীলন শুরু করেছেন।

ফাহিম বলেন, ‘মুশফিকের ক্ষেত্রে আমি খুব আশাবাদী। আশা করেছিলাম জিম্বাবুয়েতে পাওয়ার হিটিংয়ের সুযোগ নেবে, নেওয়ার সুযোগ ছিল। প্রথম ম্যাচে ফিফটি করেছিল। এমন একটা জায়গায় ছিল পাওয়ার হিটিং করতে পারতো। কেন সুযোগটা নেয়নি আমি জানি না।’ 

ফাহিম যোগ করেন, ‘আজকে দেখলাম কিছু ভালো শট খেলেছে। আমি নিশ্চিত সামনে আর দু-চারদিন অনুশীলন করলে আরো বেশি আয়ত্বে আসবে। ও হয়তো আরো ইফেক্টিভলি ওভার দ্য টপ খেলতে পারবে। টি-২০তে চার ছক্কা মারার যে ব্যাপার, সেটা সফল হবে।’

সিলেট সমাচার
সিলেট সমাচার