• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
৫৮

শচীন মারিয়াকে বললেন ‘তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন’

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

শচীন টেন্ডুলকারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন বাংলাদেশ অনুর্ধ-১৯ নারী দলের অধিনায়ক মারিয়া মান্ডা ও ভারতের নারী ফুটবলার অংশু কাশ্যপ।

ইউনিসেফের উদ্যোগে ভার্চুয়াল ওই সংলাপে এ দুজনের সঙ্গে ছিলেন শচীন। আলাপের সময় কিংবদন্তিতুল্য এই ক্রিকেটারের বেশ প্রশংসা পেয়েছেন মারিয়া।

শচীন শুরুতেই মারিয়াকে বাংলায় বলেন, ‘কেমন আছ মারিয়া?’ 

উত্তরে মারিয়া বলেন, ‘আমি ভালো আছি, আপনি কেমন আছেন।’ 

শচীন হেসে জবাব দেন, ‘ আমি ভালো আছি।’

এরপরই শচীন মারিয়া মান্ডাকে প্রশংসা করে বলেন, ‘তুমি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।’ 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার এরপর চাপ সামলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপায় বাতলে দেন দু’জনকে। তিনি বলেন, ‘অতীত ভুলে বর্তমানে জোর দাও।’ জিজ্ঞেস করেন করোনাকালে ফিট থাকার মন্ত্রও।

উত্তরে মারিয়া বলেন, ‘আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া সূচি মেনে আমরা অনুশীলন করেছি।’ শচীনের সঙ্গে আরও কিছুক্ষণ আলাপচারিতা হয় দুই নারী ফুটবলারের। এরপর সবাইকে ধন্যবাদ জানান লিটল মাস্টার।

সেই সংলাপের ভিডিও ব্যক্তিগত ফেসবুকে প্রকাশ করেছেন মারিয়া। সেখানে নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়ে ইউনিসেফকে ধন্যবাদ জানান তিনি। 

মারিয়া বলেন, ‘আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইউনিসেফ দক্ষিণ এশিয়ার শুভেচ্ছা দূত এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা সাবেক ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের সাথে আমার এবং আংশুর কথা বলার  সু্যোগ হয়। আমাদেরকে উনি শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে পরামর্শ দিয়েছেন।’

সিলেট সমাচার
সিলেট সমাচার