ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৯০

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের লড়াই 

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মে ২০২২  

ইতিবাচক ফল লাভের প্রত্যাশা নিয়ে ঢাকা টেস্টের প্রথম দিনে মাঠে নেমেছিল বাংলাদেশ। যদিও দিনের শুরুটা দুঃস্বপ্ন হয়ে রইল টাইগারদের। সোমবার (২৩ মে) সকালে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে নিয়ে দিনের প্রথম ঘণ্টায় রীতিমতো ছেলেখেলা করেছেন দুই লঙ্কান বোলার কাসুন রাজিথা এবং আসিথা ফার্নান্দো। ইনিংসের প্রথম সাত ওভারের মধ্যেই টাইগারদের পাঁচ ব্যাটারকে তুলে নিলেন এই দুই লঙ্কান।

পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ঢাকা টেস্টের প্রথম সেশন খুব বাজেভাবে পার করল মুমিনুল হকের দল। যদিও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

এর আগে ম্যাচের প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয়কে হারায় টিম টাইগার। রাজিথার দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তরুণ এ ওপেনার। এ সময় দলের পাশাপাশি নিজেও রানের খাতা খুলতে পারেননি তিনি। জয়ের পর হতাশ করেন আরেক টাইগার ওপেনার তামিম ইকবাল।

চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকানো তামিম আজ খুলতে পারেননি রানের খাতা। আশিথা ফার্নান্দোর লেন্থ বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন আরেক ওপেনার তামিম ইকবাল। যদিও শেষ পর্যন্ত বল-ব্যাটের টাইমিং মিলেনি। ব্যাটের উপরের দিকে লেগে বলটি সরাসরি পয়েন্টে উঠে যায়। সেখানে জয়াবিক্রমা দারুণ ক্যাচ নিয়ে তামিমকে সাজঘরের পথ দেখান।

এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না অধিনায়ক মুমিনুল হকও। দুই ওপেনারকে হারানোর চাপ শেষ পর্যন্ত সামাল দিতে পারলেন না তিনিও। মাত্র ৯ রান করেও নিজের উইকেটটি উপহার দেন প্রতিপক্ষকে। যার ধারাবাহিকতায় ফিরে গেছেন আরেক তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় ২৪ রান তুলতে টাইগারদের প্রথম সারির পাঁচ ব্যাটার ফিরে গেছেন প্যাভিলিয়নে।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম সেশন শেষে লঙ্কান্দের বিপক্ষে ২৩ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৬৬ রান।

এ দিকে মিরপুরে শেষ ৮ টেস্টেই এসেছে ফলাফল। সবশেষ ২০১৫ সালে এখানে ম্যাচ ড্র হয়েছিল। সেবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার টেস্টটির প্রথম দিন খেলা হলেও শেষ চার দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তাই এবারও মাঠটি থেকে ফল আসবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের।

টেস্ট শুরুর আগের দিন গণমাধ্যমকে তিনি বলেছিলেন, আগের টেস্টকে পেছনে ফেলে আমরা নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামব।

মুমিনুল আরও বলেন, মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কম সময়ই হয়। শেষ কবে ফল আসেনি বলা কঠিন। সবসময় ফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে ব্যাটিংও। অবশ্যই আমরা পরিকল্পনা করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে।

তার মতে, আমার কাছে মনে হয়, আমাদের ভালো একটা সুযোগ আছে। চট্টগ্রাম টেস্টে কি হয়েছিল সেগুলো চিন্তা না করে, এখন আমাদের নতুন করে শুরু করতে হবে।

কারণ হিসেবে তিনি বলেন, আগেও অনেক সময় (প্রথম টেস্ট ড্র করে পরের ম‍্যাচে হেরে গেছি)… ওই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছি। ঢাকা টেস্টেও যদি দল হিসেবে খেলতে পারি, তাহলে ফল আমাদের পক্ষে আসবে।


চেনা প্রেক্ষাপট :

বাংলাদেশ-শ্রীলঙ্কার সবশেষ দুই সিরিজই একই ধারায় শেষ হয়েছিল। প্রথম টেস্ট হয়েছিল ড্র। দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল লঙ্কানরা। এবারও চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হয়েছে। অপেক্ষা এখন মিরপুর টেস্ট দেখার।


শ্রীলঙ্কা একাদশ :

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, প্রাভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা।


বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন :

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন ছিল এক রকম অবশ্যম্ভাবী। চট্টগ্রাম টেস্ট চলার মাঝেয়ই চোটে ছিটকে যান শরিফুল ইসলাম। ওই টেস্টে পাওয়া চোটে ম্যাচের পর জানা যায় নাঈম হাসানের মাঠের বাইরে যাওয়ার খবর। এই টেস্ট তো বটেই; আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজেও নেই এই দুই ক্রিকেটার।

শরিফুলের বদলে দলে ডাক পেয়েছেন পেসার ইবাদত হোসেন। আর নাঈমের বদলে কোনো বিশেষজ্ঞ অফ স্পিনার যুক্ত করা হয়নি দলে। একাদশে তার জায়গা নিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।


বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

সিলেট সমাচার
সিলেট সমাচার