ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৯

ফেসবুক বিভ্রাটে জাকারবার্গের ক্ষতি ৬শ কোটি ডলার

সিলেট সমাচার

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

মাত্র ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক ধাক্কায় ৬০০ কোটি ডলারের বেশি কমেছে। তিনি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও পিছিয়েছেন। খবর রয়টার্স ও ব্লুমবার্গ।

বিশ্বের শীর্ষ এই সামাজিক যোগাযোগ কোম্পানির শেয়ারের দরপতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকাতে এক ধাপ নিচে নেমে গেছেন জাকারবার্গ। মধ্য সেপ্টেম্বর থেকেই ফেসবুকের শেয়ারের দর ১৫ শতাংশের মতো কম। সোমবারের ঘটনায় তা আরও ৪ দশমিক ৯ শতাংশ কমে গেছে। গত নভেম্বরের পর এক দিনে ফেসবুকের শেয়ারের দরপতনের সবচেয়ে বড় ঘটনা এটি। আর শেয়ারের দর কমায় মার্ক জাকারবার্গের নিট সম্পদের পরিমাণ কমে ১২ হাজার ১৬০ কোটি ডলারে নেমে এসেছে।

সম্পদের পরিমাণ কমায় ব্লমবার্গ বিলিয়নিয়ার সূচকে জাকারবার্গ এখন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পেছনে। তালিকায় জাকারবার্গ মঙ্গলবার সকালে ছিলেন পাঁচ নম্বরে, এক ধাপ এগিয়ে বিল গেটস রয়েছেন চারে। সূচকটির তথ্য অনুযায়ী, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে জাকারবার্গের সম্পদ ১৪ হাজার কোটি ডলার থেকে এতটা কমে গেল।

এদিকে ফেসবুক বিভ্রাটে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় ক্ষতির পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। ইন্টারনেট ওয়াচডগ প্রতিষ্ঠান নেটব্লক্স এ তথ্য জানিয়েছে। নেটব্লক্সের হিসাবে বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের আয়ের ক্ষতির কারণে বিশ্ব অর্থনীতি হারিয়েছে ঘণ্টায় ১৬ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার ৩৬০ কোটি টাকা (১ ডলার সমান ৮৫ টাকা ধরে)। কেবল যুক্তরাষ্ট্র নেটব্লক্সের হিসাবে অন্তত ২৩ কোটি ২০ লাখ ডলারের ক্ষতি হয়েছে।

ফেসবুকের শেয়ারের দৈনিক প্রায় ২০০ কোটি সক্রিয় লেনদেনকারী আছে। বিজ্ঞাপন পরিমাপ সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ফেসবুক। এ সমস্যার কারণে প্রতি ঘণ্টায় আনুমানিক পাঁচ লাখ ৪৫ হাজার ডলারের বিজ্ঞাপনের আয় হারিয়েছে।

বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিভ্রাটের কবলে পড়ে ফেসবুক। কেবল ফেসবুক নয়, এ কোম্পানির মালিকানাধীন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ অন্যান্য সেবাও বন্ধ হয়ে যায়। জটিলতা কাটিয়ে ফেসবুকের এসব সেবা চালু করতে লেগে যায় প্রায় ছয় ঘণ্টা।

গত মাসের মাঝামাঝি থেকে ফেসবুকের শেয়ারের দর কমছে। ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন দাবি করেন, তার ফাঁস করা নথিগুলোতে প্রমাণিত হয় ফেসবুক বরাবরই নিরাপত্তার চেয়ে প্রবৃদ্ধিতে গুরুত্ব দেয়। মার্কিন টিভি চ্যানেল সিবিএসের সঙ্গে সাক্ষাৎকারে অংশ নেন ফেসবুকের পণ্য ব্যবস্থাপক হিসাবে কর্মরত থাকা সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন। এর আগে অনেকবারই তিনি পরিচয় প্রকাশ না করে ফেসবুকের তথ্য ফাঁস করেন। এবার প্রথমবারের মতো সামনে এসে এসব কথা জানান তিনি। সিবিএসের ‘সিক্সটি মিনিট’ নামের অনুষ্ঠানে হাউগেন জানান, ফেসবুকের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েই এ বছর প্রতিষ্ঠানটিতে আর কাজ না করার সিদ্ধান্ত নেন তিনি। ফেসবুক ছাড়ার আগে বেশ কিছু অভ্যন্তরীণ নথি সঙ্গে নিয়ে যান তিনি। ফ্রান্সেস হাউগেনের এ দাবির পর গত মাসের মাঝামাঝি থেকে ১৫ শতাংশ দর কমেছে ফেসবুকের। আবার সোমবারের ঘটনায় কোম্পানির শেয়ারের দর মাত্র কয়েক ঘণ্টায় কমেছে হু হু করে। সব মিলিয়ে ১৫ দিনের মধ্যে ফেসবুক ২০ শতাংশ দর হারিয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার