• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
১৫১

ইউটিউব থেকে ভিডিয়ো ডাউনলোড করবেন যেভাবে

সিলেট সমাচার

প্রকাশিত: ২৮ মে ২০২২  

২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত সান ব্রুনো, ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিয়ো-শেয়ারিং সাইট ইউটিউব। সাইটটি তুমুল জনপ্রিয় সারাবিশ্বে। শুধু বিনোদনের জন্যই নয়, কন্টেন্ট তৈরি করে হাজার হাজার টাকা ইনকাম করা যায় এখান থেকে। তবে ইউটিউব থেকে কোনো ভিডিয়ো ডাউনলোড করা সহজ নয়।

এজন্য প্রয়োজন হবে হাই স্পিডি ইন্টারনেট কানেকশন। তবে ডাউনলোড করা ভিডিয়ো দেখতে লাগবে না কোনো ইন্টারনেট। ইউটিউব অ্যাপের মধ্যেই পাবেন ‘ডাউনলোড’ অপশন। বাটনে ট্যাপ করে ভিডিয়ো ডাউনলোড করে নিতে পারবেন।

চলুন দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ও আইওএস থেকে ডাউনলোড প্রসেস-

১. প্রথমে আপনার স্মার্টফোনে থাকা ইউটিউব অ্যাপ ওপেন করুন।

২. যে ভিডিয়োটি আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিয়োটি ওপেন করতে হবে।

৩. ভিডিয়োর একদম ডানদিকের কোণে রয়েছে থ্রি ডট মেনু। সেখানে ট্যাপ করুন।

৪. এরপর একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে।

৫. সেখানে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করুন।

৬. যে ভিডিয়োটি ডাউনলোড হবে সেটি ইউটিউব অ্যাপের লাইব্রেরি অপশনে দেখতে পাবেন।

ডেস্কটপ থেকে ইউটিউব ভিডিয়ো ডাউনলোড করতে-

১. প্রথমে ডেক্সটপ ব্রাউজারে ইউটিউব ওপেন করুন।

২. এবার যে ভিডিয়োটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন। ভিডিয়োর নিচেই থাকবে থ্রি ডট মেনু।

৩. সেখানে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করুন।

৪. ডাউনলোড সম্পন্ন হলে তা লাইব্রেরি অপশনে দেখা যাবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার