জান্নাতি পুরুষেরা পাবে হুর, নারীর জন্য কি আছে?
সিলেট সমাচার
প্রকাশিত: ২২ জুন ২০২২

জান্নাতে পুরুষেরা ৭০ জন হুর পাবে। কিন্তু নারীর জন্য কি আছে? বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় তা হলো, নারীরা তার (দুনিয়ার) স্বামীকে পাবে।
পুরুষের জন্য ৭০ জন হুর আর নারীর জন্য দুনিয়ার স্বামী। নারীদের ভাগে তো কম দেওয়া হয়ে গেল। এর চেয়ে বড় প্রশ্ন হলো, ৭০ জন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে, এটা একজন নারী কীভাবে মেনে নেবে? দুনিয়াতে নারীরা তো বেশিরভাগ ক্ষেত্রেই বঞ্চিত। জান্নাতেও কি তারা বঞ্চিত হবে?
হুর শব্দটি ‘হাওরা’ শব্দের বহুবচন। আরবি ভাষায় হাওরা শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ। যার অর্থ নারীসঙ্গী। স্ত্রীবাচক একবচন শব্দের বহুবচন কখনো উভয়লিঙ্গ হতে পারে না। বরং স্ত্রীবাচক একবচনের বহুবচনও স্ত্রীবাচকই হয়।
অতএব, হুর শব্দের অর্থ শুধু ‘সঙ্গী’ নয়। যা নর-নারী উভয়ের জন্য ব্যবহার করা যায়।
বরং হুর শব্দের অর্থ হবে বহু নারীসঙ্গী। আল্লাহতায়ালা সূরা আর রাহমানের ৭২ নম্বর আয়াতে হুর শব্দের বিশেষণ এনেছেন মাকসুরাত। এই শব্দটিও একটি স্ত্রীবাচক বহুবচন।
আর আরবি ভাষায় বিশেষণ ব্যবহৃত হয় বিশেষ্যের লিঙ্গ অনুযায়ী। সে হিসেবে বলা চলে, হুর একটি স্ত্রীবাচক শব্দ।
তদুপরি আল্লাহতায়ালা কোরআনে কারিমে হুরদের দৈহিক অবয়বের যে সব বিবরণ দিয়েছেন, তা পুরুষের অবয়বের জন্য প্রযোজ্য নয়। সে সব বিবরণ নারীর অবয়বের জন্য শোভনীয়। যেমন, ‘তাদের (হুর) করেছি কুমারী, সোহাগিনী, সমবয়ষ্কা। ’ –সূরা ওয়াকিয়া: ৩৬-৩৭
‘মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর এবং স্ফীত স্তনবিশিষ্টা সমবয়সী বালিকা। ’ –সূরা আন নাবা: ৩১-৩৩
বর্ণিত আয়াতের আলোকে বলা যায়, পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যেয়ে আল্লাহতায়ালা যেসব হুরের কথা বলেছেন, তারা হবে মানুষ সাদৃশ্য জান্নাতি নারী। সুস্থ, পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে, যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কারস্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা।
এখন প্রশ্ন হলো, পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না। বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের। মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না। বরং আত্মার সঙ্গে তার দেহও জান্নাতে প্রবেশ করবে। দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয়, দরকার হয় যৌন সম্ভোগেরও। জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে, তেমনি নারীর জন্যও প্রযোজ্য। আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ঈমান-আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কারস্বরূপ জান্নাত লাভ করবেন। আল্লাহতায়ালা দুনিয়ার জীবনে তাদের যে সব দায়িত্ব অর্পণ করেছেন, সে সব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন। সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন। কিন্তু নারীরা কী পাবেন?
এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। তবে ঈমান ও নেক আমলের সুবাদে যে সব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন- তারা ঠকবেন না। তারা কোনো ধরণের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরণের অবিচারের সম্মুখীন হবেন না- তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য।
কেননা, জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যেয়ে আল্লাহতায়ালা বলেছেন, ‘সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে। এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তাস্বরূপ। ’ –সূরা হা মিম সিজদা: ৩১
‘সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরস্থায়ী হবে। ’ –সূলা আয যুখরুফ: ৭১
বর্ণিত আয়াতদ্বয় থেকে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, যে সব নারী জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন; তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না। তারা সেখানে যা কামনা করবেন, যা ফরমায়েশ করবেন- দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন, তাদের নয়ন তৃপ্ত করবেন।
তবে বেহেশতে প্রবেশের পর নারীরা কী চাবেন- তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার প্রভুর কাছে কী কামনা করবেন- তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয়।
এবারে নতুন প্রশ্ন, পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন? এর কারণ সম্ভবত এমন- যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা। কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক। পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে করা হয়েছে, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেতো কিংবা বিব্রতবোধ করত। হয়তো আল্লাহতায়ালা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি, সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি- তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন।
তথাপি সূরা হা-মিম সিজদার ৩১ ও সূরা যুখরুফের ৭১ নম্বর আয়াতের দ্বারা নারীদের ইচ্ছামাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন।
এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা না করলেই নয়। যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়। বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নেয়ামতরাজির মধ্যে অনেক পরের বিষয়। আল্লাহতায়ালা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি। বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নভিরাম সবুজ-শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা, দৃষ্টিনন্দন জলাধার, জলপ্রপাত ও ঝর্ণার আলোচনা, মনমাতানো সুরম্য প্রাসাদের আলোচনা।
অতএব, কোনো হুরের লোভে নয়, আবার হুর না পাওয়ায় আশাহত হয়েও নয়- বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমানের সঙ্গে সৎ কর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য।

- মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
- ভালো ঘুমের জন্য যা প্রয়োজন
- পুতিনের সেই ঘোষণার পর ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করল জি-৭ নেতারা
- উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু ১ জুলাই থেকে
- ওসমানীনগরে ২শ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
- ইসরাইলের হাইফায় শিল্প ভবনে আগুনের পর বিস্ফোরণ
- মৌসুমীর ফাউন্ডেশন নিয়ে মানবিক কাজে ওমর সানী
- বন্যাদুর্গত তিন হাজার পরিবারের পাশে রংধনু গ্রুপ
- ৫-১২ বছর বয়সীরা পাবে ফাইজারের টিকা
- ‘২১ শতকের ভারত চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে’
- টেস্ট দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন পাপন!
- পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা
- বালাগঞ্জে আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানির তীব্র সংকট
- নদীর পাড় কেটে বালু উত্তোলন, ট্রাক চালককে অর্থদণ্ড
- যুক্তরাজ্যকে ১ লাখ রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রী
- কুলাউড়ায় নাদেলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
- পদ্মা সেতুতে চলছে সেনাবাহিনীর টহল
- "প্রধানমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায় কেউ না খেয়ে মারা যায়নি"
- ‘নেইমারের অন্তত একটা ব্যালন ডি’অর জেতা উচিত ছিল’
- ভারতের নেতৃত্ব নিয়ে প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া
- বিএনপির রাজনীতি এখন পদ্মার গহিন অতলে নিমজ্জিত: কাদের
- পদ্মা সেতুর নাট-বল্টু শুধু হাত দিয়ে খোলা হয়নি: সিআইডি
- মেক্সিকোতে সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ নিহত
- হেলিকপ্টারে করে সিলেটের বন্যা পর্যবেক্ষণ করলেন স্বাস্থ্যমন্ত্রী
- উত্তরাখন্ডে ‘লিফট দেওয়ার নামে’ গাড়িতে তুলে মা-মেয়েকে গণধর্ষণ
- যেভাবে জানা যাবে ঢাবির ‘খ’ ইউনিটের ফল
- বন্যার পানি নামছে, আশ্রয়কেন্দ্র ছাড়ছেন মানুষ
- ইউক্রেন যুদ্ধের কারণে বাড়তে পারে মাদক কারবার
- ফেঞ্চুগঞ্জে ত্রাণ বিতরণ করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
- ফেসবুক পোস্টে যা লিখলেন চিত্রনায়িকা মৌসুমী
- শাবানা সম্পর্কে এসব তথ্য অনেকেরই অজানা
- জায়েদ খান ডিস্টার্ব করেন, বললেন মৌসুমীর ছেলে
- মৌলভীবাজারে দেখা মিললো কালনাগিনীর
- ৬৫ লাখ টাকা করে অনুদান পেলেন শাকিব-অপু
- জায়েদের প্রশংসায় মৌসুমী, যা বললেন ওমর সানী
- মৌসুমীর বাচ্চা হওয়ার তথ্যটি ভুয়া: ওমর সানি
- বাবা দিবসে অভিষেকের মেয়ের আবেগঘন চিঠি
- বগুড়ায় কার সঙ্গে বুবলী!
- কেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন, প্রশ্ন ওমর সানীর
- ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল
- রহস্যময় যে গ্রামের কেউই পরে না জুতা
- প্রথমবারের মতো পর্দায় ভিন্নভাবে হাজির হচ্ছেন মিথিলা
- ব্যাটসম্যানদের লজ্জার রেকর্ডের পর যা বললেন সাকিব
- আড়াল করে নিজেকে নিয়ে আছি: মৌসুমী
- পুরুষ সেজে চাচিকে নিয়ে পালালো তরুণী, প্রেম ও বিয়ের পর হইচই
- ‘তালাশ’ সবার ভালোবাসার সিনেমা: বুবলী
- জুনের শেষে কলকাতার প্রেক্ষাগৃহ মিথিলা ও জয়ার দখলে
- আর্জেন্টিনাকে ঘরের মাঠে আমন্ত্রণ জানাল ব্রাজিল
- ৪০ পেরিয়েও এখনো পুরুষের ঘুম কাড়ছেন বলিউডের যে ৫ নায়িকা!
