• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
৭৩

আখাউড়া দিয়ে যাত্রী পারাপার বন্ধ

সিলেট সমাচার

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

ইমিগ্রেশনের সার্ভার জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক যাত্রী যাতায়াত করে থাকেন। ইমিগ্রেশনের সার্ভার জটিলতায় ইতোমধ্যে আটকা পড়েছেন শতাধিক যাত্রী। কিন্তু জরাজীর্ণ ইমিগ্রেশন ভবনে যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় ভবনের বাইরে তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূইয়া জানান, সকালে হঠাৎ করেই ইমিগ্রেশন সার্ভার ডাউন হয়ে যায়। এর ফলে যাত্রীদের আগমন ও বহির্গমন তথ্য সংরক্ষণ করা যাচ্ছে না। এ অবস্থায় যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার