৯৯টি ইটভাটার মধ্যে ৭৩টি’র নেই ছাড়পত্র, প্রকাশ্যে পোড়ানো হয় কাঠ
সিলেট সমাচার
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩

রাজবাড়ীর পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার ৯৯টি ইটভাটার মধ্যে ৭৩টি ইটভাটার নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আইনের তোয়াক্কা না করে এইসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অন্যদিকে উজাড় হচ্ছে বন-জঙ্গল। আর ইটভাটার মালিকদের দাবি, জ্বালানি কয়লার দাম বেড়ে যাওয়ায় অধিকাংশ ভাটায় কাঠ পোড়াতে বাধ্য হচ্ছেন তারা।
সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী সদর উপজেলা পৌর এলাকার সোহান ব্রিকস, রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত মেসার্স রাবেয়া ব্রিকস, মাটিপাড়া এলাকায় অবস্থিত মেসার্স জিসান ব্রিকস, চরলক্ষ্মীপুর এলাকার সর্দার ব্রিকস আলাদিপুরে অবস্থিত ইএমবি ব্রিকস, দর্পনারায়ণপুরে অবস্থিত ইএমবি ব্রিকস, ভগলপুরের এসআইবি ব্রিকস, খানখানাপুর এলাকার এসআইবি, টিআইবি ও এএসবি ব্রিকস, কালুখালি উপজেলার কেবি ব্রিকস, এমবিবি ব্রিকসসহ একাধিক ইটভাটায় আইনের তোয়াক্কা না করেই অধিকাংশ ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। প্রতিটি ইটভাটায় কয়েক হাজার মণ গাছের গুঁড়ি স্তূপ করে রাখা। ছোট ছোট টুকরা করতে পাশেই বসানো হয়েছে অস্থায়ী স’মিল। এ যেন গাছ পোড়ানোর মহোৎসব। এছাড়াও প্রতিটি ইটভাটায় ট্রাকে করে আনা হচ্ছে কয়েক মণ কাঠ।
রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে 'ইএমবি' ব্রিকস নামক অবৈধ একটি ইটভাটা। এর বিষাক্ত ধোঁয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ক্লাস করছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির ছাত্র কাউছার, সুমন, হিমেলসহ কয়েকজন বলে, স্কুলে ক্লাসের সময় ইটভাটার কালো ধোঁয়া সরাসরি আমাদের নাক দিয়ে শরীরে প্রবেশ করে। চোখে বালু ও ধোঁয়া ঢুকে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখেও সমস্যা হয়। ইটভাটার ট্রাক ও ভেকুসহ বিভিন্ন মেশিনের শব্দে ক্লাসের সময় আমরা স্যারদের কথা শুনতে পারি না। ইটভাটাটি সরিয়ে ফেললে আমরা পড়াশোনা ঠিকভাবে করতে পারব।
ইটভাটায় জ্বালানি কাজে কয়লার বদলে কাঠ ব্যবহার প্রসঙ্গে ভাগলপুর গ্রামের এস.আই.বি ব্রিকস এর সহকারি পরিচালক ফিরোজ সরদার বলেন, ভাটার চুল্লিতে প্রথমে খড়ি দিয়ে আগুন ধরাতে হয়। পরে কয়লা ব্যবহার হয়। তবে এখন কয়লার পরিবর্তে খড়ি ব্যবহার হচ্ছে। আগে যেখানে কয়লা ৮ থেকে ১০ হাজার টাকা টন পাওয়া যেতো সেখানে এখন ৩০ থেকে ৪০ হাজার টাকা টন। কয়লা দিয়ে ইট তৈরি করে তা বিক্রি করে খরচ পুষিয়ে ওঠা সম্ভব না। তাই বাধ্য হয়ে খড়ি দিয়ে পোড়াতে হচ্ছে।
সদর উপজেলার খানখানাপুরে এসআইবি ও টিআইবি নামের দুটি ইটভাটার মালিক আজিবর সরদার। তিনি বলেন, উপজেলার প্রতিটি ইটভাটায় খড়ি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। তাই আমিও কয়লার পরিবর্তে খড়ি ব্যবহার করছি। তিন থেকে চারগুণ বৃদ্ধি পেয়েছে কয়লার দাম। এতো দাম দিয়ে কয়লা কিনে ইট পোড়ানো সম্ভব না। আর তাছাড়া প্রতিমণ খড়ি আমরা ১০০ থেকে ১৫০ টাকা কিনছি। তবে কয়লার দাম কমলে আমরা কয়লায় ব্যবহার করব।
জেলা সদরের খানখানাপুরে এএসবি ইটভাটার অংশীদার শাহিদ খান বলেন, 'কয়লা না পাওয়ায় বাধ্য হয়ে কাঠ পোড়াতে হচ্ছে। তাছাড়া কয়লা দিয়ে পোড়ালে ইটের দামও বেড়ে যায়। সেজন্য কাঠ দিয়েই ইট পোড়ানো হচ্ছে।
আকরাম হোসেন নামের এক কৃষক বলেন, প্রতিদিন শত শত ট্রাক মাটি ইটভাটায় যাচ্ছে। ফসলি জমির ওপরের অংশ কেটে ফেলে মাটি ভাটায় আনা হচ্ছে। এ কারণে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। ধোঁয়া ও বালুকণার কারণে গাছপালা ও পরিবেশ নষ্ট হচ্ছে।
স্থানীয় কয়েকজন জানান, প্রতিটি ভাটায় অনবরত কাঠবোঝাই যানবাহন প্রবেশ করে। ভাটাগুলোতে মজুদ রয়েছে হাজার হাজার মণ কাঠ। কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছে। কৃষিজমি এবং জনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা এসব ভাটায় স্বল্প উচ্চতার টিনের তৈরি চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এতে ফসলসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। দ্রুত এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সহীদ নুর আকবর বলেন, রাজবাড়ী জেলায় অধিকাংশ ইটভাটাগুলো নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমিতে স্থাপন করা হয়েছে। তারপরও আবার ভাটায় কাঠ পোড়ানোর কারণে ফসলের ফলন বিপর্যয় ঘটছে। ইটভাটার কারণে কৃষি জমি হ্রাস পাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদফতর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, রাজবাড়ী জেলার ৯৯টি ইটভাটার মধ্যে ৭৩টি ভাটাই অবৈধ। আমরা এর মধ্যে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান শুরু করেছি। কয়েকটি ভাটায় জরিমানা করার পাশাপাশি একটি ভাটা ভেঙে দিয়েছি। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের কার্যক্রম বন্ধ করে দেব।
এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং ভাটায় খড়ি পোড়ানোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

- চূড়ান্ত ভর্তির পরও শাবিতে ১৪৪ আসন খালি
- পাওনাদারের ঘুসিতে ফল বিক্রেতার মৃত্যু
- সিলেট মহানগর বিএনপি`র প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত
- জৈন্তাপুর মডেল থানার নতুন ওসি ওমর ফারুক
- আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না: প্রধানমন্ত্রী
- এই সরকারের আমলে মানুষ বিচার পেয়েছে: স্পিকার
- হবিগঞ্জে দুদকের মামলায় ৩ কর্মকর্তা-কর্মচারী কারাগারে
- ওসমানীনগরে শফিক চৌধুরী’র শীতবস্ত্র বিতরণ
- শাবিপ্রবিতে শূন্য আসন পূরণে ফের ডাকা হবে শিক্ষার্থী
- ‘কোহলির সঙ্গে বাবরের তুলনা অন্যায়’
- জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন বেগবান করা হবে: খন্দকার মুক্তাদির
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ পাচ্ছেন যারা
- সিলেটে ভারতীয় চোরাই চিনিসহ কারবারি গ্রেফতার
- ডাক ও টেলিযোগাযোগ পদক পেলো ফিফোটেক
- তাহিরপুরে শীতার্ত মানুষের পাশে অ্যাড. রনজিত সরকার
- শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন : তিন প্যানেলের প্রার্থী যার
- সাধারণ পায়ের ব্যথাও হতে পারে ক্যানসারের লক্ষণ
- বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগরের নেতা সায়েক’কে সংবর্ধনা
- মায়ের নাম লেখার স্বীকৃতি: দরকার সন্তানের পূর্ণ অধিকারের আইন
- জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণা না করলে আন্দোলন হুঁশিয়ারি
- ইভিএম মূল্যায়নে ২০ লাখ টাকাও দিলো না পরিকল্পনা মন্ত্রণালয়
- ‘দুঃখ প্রকাশ’ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী !
- শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন আগামী মঙ্গলবার
- মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু, মামলা খারিজ
- আওয়ামী লীগ কখনো পালায় না
- নিপাহ ভাইরাসে মারা গেছেন ৫ জন, আক্রান্ত ৮: স্বাস্থ্যমন্ত্রী
- মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
- বাংলার মানুষের কথা ভেবেই দেশে এসেছি, পালাতে নয়: প্রধানমন্ত্রী
- বিশ্ব কুষ্ঠ দিবসে সিভিল সার্জন সিলেটের র্যালি অনুষ্ঠিত
- মায়ের কাছে থাকবে জাপানি দুই শিশু, মামলা খারিজ
- জোড়া লেগেছে সম্পর্ক, পরীর কথা শুনছেন রাজ
- আবারও পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
- দক্ষিণ সুরমায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জগন্নাথপুরে কথামৃত পাঠচক্রের ৯ম বর্ষপূর্তি উৎসব পালিত
- ৬১০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে দুই পর্যটকবাহী জাহাজ
- বিগ ব্যাশে জাম্পার ‘মানকাড’, আম্পায়ার দেননি আউট
- নতুন নেতৃত্বে বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট
- গলা ব্যথা সারানোর কার্যকরী ৫ ঘরোয়া উপায়
- বাসর ঘর থেকে যা বললেন পূজা
- খাঁটি গুড় চেনার উপায়গুলো জেনে নিন
- বঙ্গবন্ধু সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন
- পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৪ কোটি ১৮ লাখ টাকা
- হিমশীতল রাতে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া
- সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতু প্রকল্পের কাজ শুরু হবে শিগগিরই
- সাড়ে ছয় বছরের চুক্তিতে নটিংহ্যামে ব্রাজিলিয়ান তারকা
- টুইটারে লেখা যাবে বড় স্ট্যাটাস
- অক্ষয় বিয়ের তুলনা করলেন মৃত্যুকূপের সঙ্গে!
- ইরানে আরও ৩ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড
- শীতে স্বাস্থ্যের জন্য আশীর্বাদ ভেষজ চা
- সকার ক্লাব সুনামগঞ্জের নতুন কমিটি গঠন
