ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৭৮

সিলেটে তিন লাখ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১  

সিলেটে এবার কোরবানির পশুর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চামড়া সংগ্রহে সব ধরনের প্রস্তুতি নিলেও দাম পড়ে যাওয়ার পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের খরচ বেড়ে যাওয়াসহ নানা কারণে পিছু হটছেন তারা। ফলে সিলেটে জবাইকৃত প্রায় তিন লাখ পশুর কাঁচা চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

যদিও জাতীয় সম্পদ চামড়া প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এ জন্য নগরীর অদূরে দক্ষিণ সুরমার পারাইচকে খোলা হয়েছে অস্থায়ী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। এখানে যে কেউ চামড়া নিয়ে আসলে, বিনা খরচে প্রক্রিয়াজাত করে দিচ্ছে সিটি করপোরেশন। চামড়া ব্যবসায়ী এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, কোরবানির পশুর চামড়া সংগ্রহে তাদের সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু চামড়ার দাম কমে গেছে। বেড়েছে প্রক্রিয়াজাতকরণের খরচ। এছাড়া করোনায় সৃষ্ট পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থাও খারাপ। বর্তমানে অতিরিক্ত গরম, চলছে বর্ষাকাল। চামড়ার বড় শত্রু গরম ও বৃষ্টি। পানি পেলেই চামড়া দ্রুত নষ্ট হয়ে যায়। এজন্য চামড়া সংগ্রহে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুস্তম আলীর ধারণা মতে এ বছর সিলেটে প্রায় সাড়ে ৪ লাখ পশু কোরবানির কথা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা লাখখানেক চামড়া সংগ্রহ করবেন। কোরবানি দেয়া আরও প্রায় ৩ থেকে সাড়ে তিন লাখ পশুর চামড়া নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সিলেট শাহজালাল চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম আহমদ বলেন, ‘দাম কমে যাওয়া, লকডাউন, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, পরিবহন সমস্যা, ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধে গড়িমসিসহ নানা জটিলতার কারণে চামড়া ব্যবসায় আগ্রহ নেই ব্যবসায়ীদের। আমরা এবার লাখখানেক চামড়া সংগ্রহ করতে পারি।’

সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বলেন, গতবছরও দাম না পেয়ে অনেকে চামড়া ফেলে দিয়েছেন। এ ছাড়া নগরীর যেখানে-সেখানে প্রক্রিয়াজাতকরণ ছাড়াই চামড়া বিক্রি করতে দেখা গেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়।

তিনি বলেন, চমড়া নষ্ট হওয়া কমাতে এবং নগরীর পরিবেশ রক্ষায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে বিনামূল্যে চামড়া প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ জন্য পারাইচকে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র খোলা হয়েছে। বুধবার ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার চামড়া প্রক্রিয়াজাত করা হয়েছে।

তিনি বলেন, ‘এ বছর আমরা প্রক্রিয়াজাতকরণ ছাড়া নগরের কোথাও চামড়া বিক্রি করতে দিচ্ছি না। অন্য বছর নগরের রেজিস্টারি মাঠে প্রক্রিয়াজাতহীন চামড়া নিয়ে রীতিমত মেলা বসে যেত। পরিবেশের সুরক্ষায় এ বছর কাউকে সে সুযোগ দেয়া হয়নি।’

সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান বলেন, ‘চামড়া প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি কোরবানির বর্জ্য অপসারণেও কাজ করছে সিটি করপোরেশন। অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে প্রায় দুই হাজার কর্মী দুপুর থেকে পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন। এর ইমধ্যে প্রায় ৮০ ভাগ বর্জ্য অপসারণ শেষ হয়ে গেছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার