ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৫৩

আজ ৬ জনসহ ১০ দিনে সিলেটে মৃত্যু ৩৯, শনাক্ত ২৯৬০, সুস্থ ১০৬০

সিলেট সমাচার

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

সিলেটে করোনা পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। জুনের ৩০ থেকে জুলাইয়ের ৯ তারিখ পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগের তথ্য তাই বলছে।  সর্বশেষ এ ১০ দিনে সিলেটজুড়ে করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন!

এই ১০ দিনে নতুন করে করোনার সংক্রমণ হয়েছে ২ হাজার ৯৬০ জন মানুষের মধ্যে। একই সময়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা অনেক কম, মাত্র ১ হাজার ৬০ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়ার দেয়া তথ্যানুসারে, ৩০ জুন সকাল ৮টা থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত মারা যান ৭ জন। এ সময়ে করোনাক্রান্ত হন ১৯৯ জন। সুস্থ হন ৯৯ জন।

১ জুলাই সকাল ৮টা থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত মারা যান ২ জন, আক্রান্ত সনাক্ত হন ৩০২ জন। এ সময়ে সুস্থ হন আরও ১০৫ জন। পরবর্তী চব্বিশ ঘন্টায় ২০৩ জন আক্রান্ত হওয়ার সাথে একজনের মৃত্যু ও ৫৬ জনের সুস্থতার তথ্য দেয় স্বাস্থ্য অধিদফতর বিভাগীয় কার্যালয়।

৩ জুলাই সকাল ৮টা থেকে ৪ জুলাই সকাল ৮টা অবধি মারা যান আরও ২ জন। এ সময়ে আক্রান্ত সনাক্ত হন ২২৮ জন, সুস্থ হন ১৪৭ জন। এর পরের চব্বিশ ঘন্টায় করোনা হানা দেয় মৃত্যুদূত হয়ে। এ সময়ে মারা যান তখন অবধি সর্বোচ্চ ৮ জন। ১০৬ জন সুস্থ হওয়ার বিপরীতে আক্রান্ত সনাক্ত হন ২৫৩ জন।

৬ জুলাই সকালে স্বাস্থ্য অধিদফতর বিভাগীয় কার্যালয় জানায়, পূর্বের চব্বিশ ঘন্টায় সিলেট অঞ্চলে সর্বোচ্চ ৩৮৭ জন করোনাক্রান্ত সনাক্ত হয়েছেন। এ সময়ে মারা যান ২ জন, সুস্থ হন ১৩১ জন। পরের চব্বিশ ঘন্টায় পূর্বের রেকর্ড ভেঙে সিলেট অঞ্চলে মারা যান ৯ জন। ৩৬২ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হন ১২৫ জন।

৮ জুলাই সকাল ৮টা অবধি পূর্ববর্তী ২৪ ঘন্টায় করোনাক্রান্তের নতুন রেকর্ড হয় সিলেটে। এ সময়ে ৩৮৯ জন আক্রান্ত সনাক্ত হন, মারা যান ৩ জন, সুস্থ হন ১৩৬ জন। কিন্তু পরদিনই করোনা সংক্রমণের সকল রেকর্ড ভেঙে যায় সিলেটে। করোনাকালে এই প্রথম এ অঞ্চলে চার শতাধিক (৪৪২ জন) মানুষ আক্রান্ত হিসেবে সনাক্ত হন। এ চব্বিশ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু দেখে সিলেট। দুঃসহতার কবল থেকে মুক্তি পান ১৩৬ জন।

কাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা অবধি সিলেট বিভাগে মারা গেছেন আরও ৬ জন। এ সময়ে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩৯৪ জন, সুস্থ হয়েছেন ১১৮ জন।

সর্বশেষ ১০ দিনে গড়ে প্রতিদিন মারা গেছেন প্রায় চারজন (৩.৯ জন)। এ সময়ে প্রতিদিন গড়ে আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। আর গড়ে প্রতিদিন সুস্থ হয়েছেন ১০৬ জন করে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সরকার নির্দেশিত কঠোর লকডাউন অবশ্যই কঠোরভাবে মানতে হবে। একেবারে জরুরি প্রয়োজনে বাইরে বেরোলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় সংক্রমণ ঠেকানো যাবে না।

সিলেট সমাচার
সিলেট সমাচার