ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৪২

বালাগঞ্জে প্রবাসীর অর্থায়নে সড়কে মাটিভরাট কাজের উদ্বোধন

সিলেট সমাচার

প্রকাশিত: ২২ জুন ২০২১  

সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদের দু’টি সড়কে মাটি ভরাট কাজের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কুকুরাইল টুলবাড়ি থেকে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলুমপুর এবং কুকুরাইল জামে মসজিদ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ার ইউনিয়নের পাঠানচক (কটালপুর) পর্যন্ত নির্মীয়মাণ সড়কের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের জন্য তিনি এ অনুদান প্রদান করছেন।

সম্প্রতি এলাকাবাসীর অর্থায়নে এ দু’টি সড়কের চলমান উন্নয়ন কাজ নিয়ে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর একটি ভিডিও প্রতিবেদনে এলাকাবাসীর দুরবস্থা বিষয়ে অবহিত হয়ে এবং তাদের সহযোগিতার আহবানে সাড়া দিয়ে প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক এ অনুদান দিয়েছেন।

জানা গেছে, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের কুকুরাইল টুলবাড়ি থেকে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলুমপুর পর্যন্ত সড়কটি প্রায় ৪কিলোমিটার এবং কুকুরাইল জামে মসজিদ থেকে ফেঞ্চুগঞ্জের পাঠানচক (সেনবাজার, কটালপুরগ্রামী) সড়কটি প্রায় ৬কিলোমিটার দীর্ঘ। এ দু’টি সড়কের মধ্যে কলুমপুরগামী সড়কের পুরো অংশে আংশিক মাটি ভরাট সম্পন্ন হলেও পাঠানচক (সেনবাজার, কটালপুরগামী) সড়কের প্রায় ২কিলোমিটার সড়কে মাটিভরাট অসম্পূর্ণ রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, এ দু’টি সড়কে প্রয়োজনীয় মাটি ভরাটের জন্য অন্তত ১৫/২০লাখ টাকা প্রয়োজন। এলাকাবাসী জানান, পর্যাপ্ত মাটিভরাট কাজ শেষে বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার স্থানীয় অন্তত ২০/২০টি গ্রামের সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। তারা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এদিকে সোমবার (২১ জুন) দুপুরে প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের অর্থায়নে ওই দু’টি সড়কের অসমাপ্ত অংশে পুনরায় মাটি ভরাট কাজ শুরু করা হয়েছে। মাটি ভরাট কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের স্থানীয় ৫নং ওয়ার্ডের সদস্য শামসুল ইসলাম ইরন, দেওয়ান বাজার ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ, স্থানীয় কুবেরাইল ও কুকুরাইল গ্রামের সমাজকর্মী জাহির আলী, আব্দুস সোবহান, সেবুল মিয়া, নূর মিয়া, শানুর মিয়া, ফটিক মিয়া, প্রনজিৎ দাস, আব্দুল খালিক, আজম আলী, মনু মিয়া, কনর মিয়া, মঈন উদ্দিন, মখলিছ মিয়া, প্রজিৎ চন্দ্র দাস, করুণা বিশ্বাস, দয়াময় দাস, রহমত আলী, গয়াসপুর গ্রামের মুরুব্বি মস্তব আলী, শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। স্থানীয় এলাকাবাসী প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের এ অনুদান প্রদানের জন্য তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসী এ দু’টি সড়ক বাস্তবায়নের জন্য সরকারের পাশাপাশি দেশে-বিদেশে অবস্থানরত বিত্তবানদের আরও সহযোগিতা কামনা করেছেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার