ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৯৫

গোলাপগঞ্জে ৬৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ও কাজের উদ্বোধন

সিলেট সমাচার

প্রকাশিত: ১০ জুন ২০২১  

সিলেটের গোলাপগঞ্জে ৬৫ কোটি ৪ লক্ষ টাকার ৪৩টি প্রকল্পের উন্নয়ন ও কাজের উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।    

বুধবার (৯ জুন) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
 
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বঙ্গবন্ধু সুখী সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখতেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়ন হতে চলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষিসহ সকল ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের এক রোল মডেল। এই অগ্রগতি অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।  

সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জানিয়ে মহামারী করোনা থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান এমপি নাহিদ। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেটের নির্বাহী প্রকৗশলী নজরুল হাকিম, পল্লী বিদ্যুতের সিলেট জোনের জিএম এসএম হাসনাত, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহেদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, রোকন উদ্দিন, জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলওয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুল উর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, খায়রুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কাজল কান্তি দাস, উপ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল উদ্দিন, এমজেড আলম, সদস্য মাহতাব উদ্দিন জেবুল, ক্বারী তোফায়েল আহমেদ জিলু, আজমল হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক এমদাদ রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সদস্য ফারহান মাসউদ আফছর, পৌর আওয়ামীলীগ নেতা আরিফ চৌধুরী কফি, আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ খান জিলা, ঢাকদক্ষিণ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, শেখ কামরুজ্জামান, জয়নাল আবেদনী খান, সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক ফরহাদ মোহাম্মদ রুবেন, দপ্তর সম্পদ আবুল কাশেম লিপু, কৃষি বিষয়ক সম্পাদক আবু জাহিদ চৌধুরী, মাজেদ শরিফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগ নেতা মিনহাজ খান সোহাগ, আমিরুল ইসলাম, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ।
 
উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে ছিল, ২০ কোটি ৭৬ লক্ষ টাকার ২৩ দশমিক ৬৪ কিলোমিটার সড়ক উন্নয়ন ও প্রসস্থকরণ, ৯ কোটি ৩২ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে সড়ক মেরামত, ১২ কোটি ৭৬ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যয়ে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, ৪ কোটি ৪০ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয়ে পরগনাবাজারসহ অন্যান্য উন্নয়ন কাজ, ২কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে ফুববাড়ী আজিরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২ কোটি ৩৫লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১ কোটি ৫৫ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বিতলা ভবনের উদ্বোধন, ৭৫ লক্ষ টাকা ব্যয়ে শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয়ের একতলা ভবন উদ্বোধন, ৮ কোটি টাকা ব্যয়ে বাঘা বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, ১ কোটি ৯ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সেচ ইউনিট কাম ফার্মাস ট্রেনিং সেন্টার উদ্বোধন, ১২ লক্ষ ৫৯ টাকা চৌধুরী বাজার ক্লাব পয়েন্টে খালের উপর ব্রীজ নির্মাণ, ১৭ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে চক দৌলতপুর ছোট  কুড়ার উপর ব্রীজ নির্মাণ, ২৪ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে পূর্ব ঘোষগাও বসুন্ডা খালের উপর ব্রীজ নির্মাণ এবং ৫৪ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে কান্দিগাও নুর উদ্দিন বাড়ীর সামনে থেকে পূর্বগাও মাঝের মহল্লা মসজিদ পর্যন্ত ইট সলিং উন্নয়ন।

এরপূর্বে তিনি ফুলবাড়ী আজিরিয়া সিনিয়র (ডিগ্রী) মাদরাসার ও পরে ঢাকাদক্ষিণে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সেচ ইউনিট কাম ফার্মাস ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের যোগদান করেন। পরে প্রয়াত আওয়ামীলীগ নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

সিলেট সমাচার
সিলেট সমাচার