ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৪৭

সিলেটে অ্যাকশনে পুলিশ, তদবিরে পার পাবে না ‘বেপরোয়া’ চালক

সিলেট সমাচার

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

শুধু ‘বেপরোয়া’ বললেও ভূল হবে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে গাড়ী চালানোই নয় বরং পুলিশের হাতে ধরা পড়ে উল্টো ‘নেতাগিরি’ দেখানো কিংবা রাজনৈতিক ‘বড় ভাইয়ের’ নাম নিয়ে তদবির- এতোদিন সিলেটে ট্রাফিক অভিযানের সময় এগুলো ছিলো নিত্যনৈমত্তিক ব্যাপার। তবে, এখন থেকে ট্রাফিক আইন না মেনে ‘হামকি-ধামকি’ দিয়ে পার পাওয়া যাবে না। মানতে হবে ট্রাফিক আইন নতুবা গুণতে হবে জরিমানা বা মামলা। চালকসহ দুইজনের অধিক যাত্রী, নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার না করা, অযথা হর্ণ ব্যবহার এবং বেপরোয়া গাড়ী চালানোর বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছে সিলেট মহানগর ট্রাফিক পুলিশ।

সিলেট শহর আয়তনের দিক থেকে ছোট্ট হলেও এর জনসংখ্যা বিশাল। আর এতে অল্পতেই যানজটে ভোগতে হয় নগরবাসীকে। নিয়ম ভেঙ্গে ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গাড়ী চালানো, ওয়ান-ওয়ে রাস্তায় উল্টোদিকে গাড়ী চালানোতে যানজট মারাত্মক আকার ধারণ করে। অন্য গাড়ীর তুলনায় মোটরবাইক চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতা বেশী বলে জানিয়েছে সিলেট ট্রাফিক পুলিশ। তাছাড়া মোটরবাইক চালকদের আটক করলেও তারা রাজনৈতিক তদবিরের মাধ্যমে পার পেয়ে যায় বলে পরবর্তীতে হয়ে উঠে আরো বেপরোয়া। 

আর তাই সড়কে অনাকাংখিত দুর্ঘটনা ও যানজটে ভোগান্তি প্রতিরোধে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় নাগরিক সচেতনতা ও অবৈধ যানবাহন বিরোধী অভিযান পরিচালনায় কঠোর হচ্ছে মহানগর মেট্রাপলিটন পুলিশ। মোটরবাইকসহ যেকোন বেপরোয়া চালকের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে পুলিশ। 

বেপরোয়া চালকদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(মিডিয়া) জেদান আল মূসা সিলেটভিউকে জানান, বর্তমানে সিলেট ট্রাফিকের চালকদের নিরাপত্তায় ‘হেলমেট’ ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে অভিযান চলছে। সিলেটে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের পাশাপাশি শুরু হবে ট্রাফিক সপ্তাহ, চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানেও চালকসহ দুইজনের অধিক যাত্রী, নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার না করা, অযথা হর্ণ ব্যবহার এবং বেপরোয়া গাড়ী চালানোর বিরুদ্ধে কঠোর অ্যাকশনসহ সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে পুলিশ।

রাজনৈতিক তদবির বিষয়ে তিনি সিলেটভিউকে জানান, এখন থেকে কোন অবস্থাতেই কারো কোন তদবির গ্রহণযোগ্য হবে না। সড়কে শৃংখলা ফেরাতে যতো কঠোর হওয়া প্রয়োজন তাই করবে পুলিশ-এমনটিই জানিয়েছেন তিনি।

ট্রাফিক পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার বিকেলে নগরীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে শতাধিক চালকের বিপক্ষে মামলা করা হয়। এছাড়া বেশ কয়েকজন চালককে নগদ জরিমানাসহ আরো কয়েকজনকে মৌখিক সতর্ক করে দেওয়ার পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার আহবান জানানো হয়

বুধবার তালতলা পয়েন্টে মেট্রাপলিটন ট্রাফিক পুলিশের টিআই সাইদ আহমদ এবং সার্জেন্ট নূরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময়  দশ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয় বলে বিষয়টি নিশ্চিত করে সার্জেন্ট নূরুল হুদা  সিলেটভিউকে জানিয়েছেন, সিলেট ট্রাফিক পুলিশের বিভাগীয় কমিশনার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে। নগরীতে ট্রাফিক শৃংখলা ফেরাতে অভিযানে দোষী কাউকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

তিনি নগরবাসীকে দূর্ঘটনা কমাতে চালক কিংবা পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার