ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪২৮

জৈন্তাপুরে সূর্যমুখীর বাগানে বিপুল লাভের সম্ভাবনা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১  

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সিলেটের জৈন্তাপুরকে এবার আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে সারি সারি সূর্যমুখী ফুলের বাগান। জৈন্তাপুর অনেক শিক্ষিত তরুণদের প্রচেষ্টায় গড়ে উঠেছে এসব বাগান। এসব সূর্যমুখীর প্রদর্শনী প্লটে বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকগণ সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। সরকারিভাবে কৃষকদের সহযোগিতাও করা হচ্ছে। কৃষি খাতে সূর্যমুখী চাষে বিপ্লব ঘটবে বলে কৃষি অফিস দাবী করছে। সূর্যমুখী চাষ করে অনেক লাভবান হবেন বলে চাষীরা আশাবাদী।

এদিকে, প্রতিদিন বিকেলে হাজার হাজার পর্যটক ভিড় করেন স্থান গুলোতে ৷ লোক সমাগম হয় দেখার মতো। কেউ ছবি তুলছে কেউবা পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছে। সূর্যমুখী ফুলের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলোর দেখা মেলে সিলেটের জৈন্তাপুরের প্রতিটি ইউনিয়নে। এসব বাগানে দুপুরের পর থেকেই  বাড়তে শুরু করে লোক সমাগম। দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন সূর্যমুখীর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে। 

জৈন্তাপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা করা পর্যটকরা বলেন সূর্যমুখী ফুলের বাগানগুলো খুবই সুন্দর। ভালো লেগেছে আমাদের। এত গুলো সূর্যমুখীর বাগান দেশের আর কোথাও নেই। এটা দেখে মনে হয়, হলুদের রাজ্য।

জৈন্তাপুর কৃষি অফিসের সহায়তায় গড়ে উঠেছে এসব বাগান। উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ বলেন, এবার মোট পঁচিশ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে।  সূর্যমুখী বীজ একটি লাভজনক শস্য। তাছাড়া সূর্যমুখী তেলের নানাবিধ স্বাস্থ্যগত গুনাগুন রয়েছে। সূর্যমুখী তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে সূর্যমুখী ফুলের চাষাবাদ জনপ্রিয় করার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। চাষীদের প্রশিক্ষণ, বীজসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি জানান, উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ, সার ও আন্ত-পরিচর্যার জন্য উপকরণ ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।আগামীতে তা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।

যদি প্রাকৃতিক দুর্যোগে কোন প্রকার ক্ষতি না হয় তাহলে প্রতি বিঘা জমিতে ৮ থেকে ১০ মন সূর্যমূখী ফুলের বীজ পাওয়া যাবে। ১ মন বীজ থেকে ১৮ কেজি তেল পাওয়া যাবে। সূর্যমুখী চাষের ফলে অনেকের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সূর্যমুখীর বীজ ও তেল বিক্রি করে কৃষকেরা লাভবান হবেন এই  প্রত্যাশা।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার