ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২০৪

ট্রেড লাইসেন্স নেই ফেঞ্চুগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানে!

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

সিলেটের ফেঞ্চুগঞ্জে অবৈধভাবে ট্রেড লাইসেন্স ছাড়া অসংখ্য দোকানে ব্যবসা পরিচালিত হচ্ছে। ফলে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে প্রতিবছর বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে সরকারি আইন ভঙ্গ করে অনিয়মের পরিমাণ বাড়ছে। সরকারি আইনে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি দোকানের ট্রেড লাইসেন্স করা বাধ্যতামূলক থাকলেও বাস্তবে ফেঞ্চুগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই নিয়ম-কানুন পরোয়া করছেন না। ব্যবসার প্রাথমিক অনুমোদনপত্রের (ট্রেড লাইসেন্স) ব্যাপারে এখনো উদাসীন ফেঞ্চুগঞ্জের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা।

অনুসন্ধানে জানা যায়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নের ছোট-বড় মিলিয়ে কয়েক হাজার দোকানের ব্যবসায়ীরা মেয়াদবিহীন ট্রেড লাইসেন্স দিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া অনেক ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স না করেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের তথ্যমতে উপজেলার সদর ইউনিয়নে ১২০০টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে এরমধ্যে এ পর্যন্ত লাইসেন্স নবায়ন হয়েছে মাত্র ২৪৫টি লাইসেন্স। লাইসেন্স করেননি এরকম আরো দুইশতাধিক দোকান রয়েছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, একই অবস্থা মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে বিভিন্ন হাটবাজারের। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সরকারের নিদিষ্ট কর্তৃপক্ষের সময়ে সময়ে তদারকি না করায়, অনেকেই এসব ট্রেড লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা বলেন, এগুলো দেখাশোনার দায়িত্ব এসিল্যান্ড ও ইউএনও মহোদয়ের। আমরা প্রতিবছর এ বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে প্রচারণা করি।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমদ বলেন, প্রতি মাসে আমরা ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করি। আমাদের অভিযান অব্যাহত আছে।

অনেকেই মনে করেন, স্থায়ী ব্যবসায়ীদের বেশিরভাগ দোকানে ট্রেড লাইসেন্স নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা স্ব-স্ব এলাকায় সতর্ক নোটিশ ও বিভিন্ন প্রচারের মাধ্যমে জানানো হলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে না।

সিলেট সমাচার
সিলেট সমাচার