ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩১ ১৪৩১

  • || ১১ রবিউস সানি ১৪৪৬

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৭

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪  

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায় ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. কান্তি প্রিয় দাশের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। তাদেরকে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার দোসর দাবি করেন শিক্ষার্থীরা।

 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।

 

এতে তারা লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তারা বলেন- ছাত্র আন্দোলন চলাকালে অধ্যক্ষ ডা. সুনির্মল রায় ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. কান্তি প্রিয় দাশ শিক্ষার্থীদের আন্দোলনে প্রকাশ্যে বিরোধীতা করেন। এমনকি তাদেরকে হল ত্যাগে বাধ্য করেন। অন্যথায় পুলিশ পাঠিয়ে বের করে দেয়ার হুমকি দেন তারা। বিদ্যুৎ, পানি বন্ধ করারও হুমকি দেয়া হয় শিক্ষার্থীদের। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন- ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা, নিরাপত্তা সেবা, বিদ্যুৎ বিল, বইপত্র, জ¦ালানী, ক্রীড়া সামগ্রি, রাসায়নিক সামগ্রি ক্রয়সহ বিভিন্ন খাত থেকে বছরে অন্তত ২ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করছেন।

 

সংবাদ সম্মেলনে পৃথকভাবে এসব দাবি তুলে ধরেন- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের ৩য় বর্ষের ছাত্র আবু হাসান, ৫ম বর্ষের ছাত্র নেহাল তাহমিদ, সানজিদা আক্তার তামান্না, কাওছার আহমেদ, ৪র্থ বর্ষের ছাত্র আকিব মাহমুদ ও জিল্লুর রহমান। এসময় মেডিক্যাল কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে এসব দাবির প্রতি সমর্থন জানান।

 

এছাড়াও দীর্ঘদিন ধরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন। দাবিগুলো হল- ১. স্থায়ী ক্যাম্পাস ও পাঠদান সম্পর্কিত: প্রতিটি ব্যাচের জন্য পরিপূর্ণ সুযোগ-সুবিধাসহ ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে। স্থায়ী ক্যাম্পাসের রুপরেখা প্রণয়ন করতে হবে এবং শিক্ষার্থীদের সামনে তা উপস্থাপন করতে হবে। ২. আবাসন ও যাতায়াত ব্যবস্থ্য সম্পর্কিত: মেডিকেল কলেজে অধ্যনরত প্রত্যেকের জন্য আবাসন ব্যবস্থা করতে হবে। মেডিকেল কলেজে অধ্যনরত মেয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৩. রাজনীতি সম্পর্কিত: মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তাদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ মর্মে কলেজ কর্তৃপক্ষকে কর্তৃক নোটিশ প্রদান করতে হবে।

 

৪. সর্বপ্রকার শিক্ষক সংকট নিরসন ও উপস্থিতি নিশ্চিতকরন প্রসঙ্গে: মেডিকেল কলেজের প্রতিটি বিভাগে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। মেডিকেল কলেজের সকল শিক্ষকের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। ৫. মান-উন্নয়ন সম্পর্কিত: উক্ত ভবনের সপ্তম তলায় অপারেশন থিয়েটার, Sterilization, পোস্ট অপারেটিভ কেয়ার ও ICU এর কাজ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ভিসেরা, ক্যাডেভার ও ক্লিনিক্যাল ক্লাসের জন্য প্রয়োজনীয় সংখ্যক ডামি হালনাগাদ করতে হবে।

 

৬. বাজেট সংক্রান্ত: মেডিকেল কলেজের বিগত দুই অর্থ বছরের বাজেট শিক্ষার্থীদের সামনে প্রকাশ করতে হবে। এ পর্যন্ত শিক্ষার্থীদের থেকে নামে বেনামে যতো ভর্তি ফি, পরীক্ষা ফি নেওয়া হয়েছে তার হিসেব প্রকাশ করতে হবে। ৭. ধর্মীয় স্বাধীনতা ও কেবিন সম্পর্কিত: প্রতিটি শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ধর্মীয় স্বাধীনতায় ব্যাঘাত সৃষ্টিকারীদের বিপক্ষে কঠোর ব্যাবস্থা গ্রহণ করতে হবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক কেবিনের ব্যবস্থা করতে হবে এবং ৮. অন্তর্ভুক্তি সম্পর্কিত: আমাদের কলেজকে WDONC এ অন্তর্ভুক্ত করার জন্যে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার