• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
২৭

ডাকাতির প্রস্তুতিকালে ছাতকে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ছাতকে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্র সহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কাশেম (৩২) পৌর সভার  ভাসখালা গ্রামের আকবর আলীর পুত্র।


রবিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ভাসখালা গ্রামের পেপার মিল গোরস্থান সংলগ্ন এলাকা থেকে  পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে,আবুল কাশেম সহ ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আবুল কাশেমকে অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাঁর অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি রামদা, ছোরা, চায়নিজ কুড়াল,রশি,লোহা কাটার ব্লেড উদ্ধার করেছে। পুলিশ আরো জানিয়েছে আবুল কাশেমের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ডাকাত আবুল কাশেমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতি নেয়ায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতার  করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার