• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
৩১

সিলেট সদরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সিলেট সমাচার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

সিলেট সদর উপজেলার সামাজিক সংগঠন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে ৪টায় দশগ্রাম বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দশগ্রাম জনকল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া, সাবেক মেম্বার বশির উদ্দিন, সমাজসেবী সুলতান খাঁন, সাবেক মেম্বার মুক্তার আলী, মাস্টার আজাদ মিয়া, মাওলানা আব্দুল মুমিন, আব্দুল বাছিত, সাংবাদিক ওলিউর রহমান, প্রভাষক সেলিম আহমদ, মাস্টার নিজাম উদ্দিন, আব্দুল মতিন, রাকিবুল হাসান, আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতা করেন দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সাইম মোস্তফা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানন ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

সিলেট সমাচার
সিলেট সমাচার