• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
৪৫

শান্তিগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

সিলেট সমাচার

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

‌‘রেণু পোনা নিধন বন্ধ করি, মৎস্য সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ২০২২-২৩ অর্থবছরে হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং অবাধে মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে শান্তিগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৮ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, হ্যাচারী কর্মকর্তা মো: মনিরুজ্জামান, প্রশিক্ষণ এক্সপার্ট টিংকর চন্দ্র সাহা ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ,  সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ। প্রচন্ড দাবদাহের কারণে সভা শেষে মৎস্যজীবীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার