ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪২

সিকৃবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার

সিলেট সমাচার

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন ও সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. তিলক চন্দ্র নাথের সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, মুখ্য আলোচক হিসেবে ছিলেন সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফখরুল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামসুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, অধ্যাপক আনজুমান আরা, অধ্যাপক ড. সুলতান আহমেদ, অধ্যাপক ড. সুমন কুমার পাল এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় সহকারী পরিচালক আমিনুল ইসলাম মাসুদ। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীসহ মোট ১৩১ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক বিশেষ করে উপস্থিত শিক্ষার্থীদের নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি ভোক্তা অধিকার সংরক্ষণে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং ডকুমেন্টারি প্রদর্শন করেন মো. ফখরুল ইসলাম।

এসময় উপাচার্য অধ্যাপক ডা মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ভোক্তা হিসেবে আমাদের অধিকারের বিষয়ে জানলেও আইন সম্পর্কে আমরা অনেকেই সঠিকভাবে জানি না।

বিভিন্নভাবে ভোক্তাদেরকে ঠকানোর যে কৌশল তা আসলে স্বল্প লোকবল দিয়ে সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আজকের এই সেমিনারের মাধ্যমে সকলের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কে আরও সচেতনতা তৈরি হবে।

তিনি আরও বলেন, সুযোগ থাকলেই প্রতারণা করার মনোভাব রয়েছে আমাদের মাঝে। যার ফলে সামগ্রিক সমাজের উপর এর প্রভাব পড়ছে। এটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জনসচেতনতা সামষ্টিক পর্যায়ে নিয়ে যেতে হবে, এতে কিছুটা হলেও সমস্যাটির সমাধান হতে পারে।

মুখ্য আলোচক মো. ফখরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নতুন একটি অধিদপ্তর, আইনটিও নতুন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অনেকেই অবহিত নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীদের এই আইন সম্পর্কে অবহিত করতে ও সচেতনতা বৃদ্ধি করতে এই আয়োজন করা হয়েছে। আশা করি এর মাধ্যমে অনেকেই উপকৃত হবেন।

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. তিলক চন্দ্র নাথ জানান, সেমিনারটিতে ১৩১ জন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিল। এত বড় পরিসরে বহিরাঙ্গনের এটিই প্রথম আয়োজন। ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ হিসেবে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করেছি।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার