ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৪

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দল বেঁধে সিলেটে আসছেন প্রবাসীরা

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

সিলেট শহরে বইছে নির্বাচনী আমেজ। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। আজ শুক্রবার থেকে প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। সিলেটে কোনো নির্বাচন মানেই যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রেও বইবে নির্বাচনী হাওয়া। কারণ এই দুটি দেশে অন্তত পাঁচ লাখ সিলেটির বসবাস। তাই যে কোনো নির্বাচনেই এসব প্রবাসী পরিবারেরই কেউ না কেউ প্রার্থী হয়ে থাকেন। ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য থেকে শুরু করে সংসদ সদস্য ও মেয়র পর্যন্ত রয়েছেন যারা প্রবাসী। তাই নির্বাচন এলেই এসব প্রবাসী পরিবারে শুরু হয় এক ধরনের উৎসবের আমেজ।

সিলেট সিটি নির্বাচনে এবার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও যুক্তরাজ্য প্রবাসী। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার পরিবারের সবাই যুক্তরাজ্য প্রবাসী। ইতোমধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী সিলেটে অবস্থান করে স্বামীর জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আনোয়ারুজ্জামানের আগে সিলেট ৩ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এমপি নির্বাচিত হওয়ার পর তাকে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়। এভাবেই সিলেটের প্রবাসীরা ক্রমান্বয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। আর তাই নির্বাচন এলেই শত শত প্রবাসী ছুটে আসেন সিলেটে। এবারো তার ব্যতিক্রম হয়নি।


সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের অন্তত ৫ শতাধিক নেতাকর্মী এরই মধ্যে দেশে এসেছেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার যুক্তরাজ্য যুবলীগের প্রায় দুই শতাধিক নেতা সিলেটে এসেছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। বৃহস্পতিবার সকালে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই প্রতিনিধিদল আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে কাজ করার জন্য সিলেটে এসেছেন। এ সময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীর দার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ প্রমুখ।

প্রতিনিধিদলে রয়েছেন- যুবলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ফখরুল ইসলাম মধু ও মধুর সহধর্মিণী মিসেস সালেহা ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি সাবুল আহমদ, মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সারজন খান, হাফিজুর রহমান সেলিম, লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম ও যুবলীগ নেতা মুতছির চৌধুরী জনিসহ নেতারা। এ সময় যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান বলেন, যুক্তরাজ্য প্রবাসীসহ পুরো ইউরোপ এবং মধ্যেপ্রাচ্যের পরম বন্ধু আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত। আমরা অনেক প্রবাসী দেশে এসেছি এবং আরো অনেকেই আসছেন। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু বলেন, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আমার সহকর্মীদের নিয়ে দেশে এসেছি।

আমার স্বজন, বন্ধু আনোয়ারুজ্জামান ও নৌকার পক্ষে কাজ করার জন্য। জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর জানান, ইউরোপের কমিউনিটিতে কাজ করার সুবাদে প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদান রেখেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ফলে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর রয়েছে সুসম্পর্ক। আর সে কারণেই দল বেঁধে প্রবাসীরা আসছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর পক্ষে মাঠে প্রচারণা চালাতে দেশে আসছেন তাদের স্বজনরা।

সিলেট সমাচার
সিলেট সমাচার