ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৫৯

বিশ্বনাথে ব্রিজের অভাবে ৪ দশক ধরে সাঁকো দিয়ে রাস্তা পারাপার!

সিলেট সমাচার

প্রকাশিত: ১ জুন ২০২৩  

সিলেটের বিশ্বনাথে রাস্তা নিয়ে অবহেলিক একটি গ্রামের নাম হচ্ছে তবলপুর। এটি উপজেলা খাজাঞ্চি ইউনিয়নে অবস্থিত। গ্রামে গেলে মনে হয় এটি যেনো অন্য কোনো গ্রহের বাসিন্দা।

ওই গ্রামের দক্ষিণ দিকে রয়েছে মুফতির বাজার থেকে ছৈফাগঞ্জ পর্যন্ত একটি ইটসলিং সড়ক। আর ওই সড়ক থেকে তবলপুর গ্রামের ভেতর দিয়ে এক মাটির রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের শত শত জনসাধারণ চলাচল করেন। এছাড়াও প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত কোমলমতি শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও মসজিদের মকতবে পড়ালেকা করতে যান। কিন্তু বিগত প্রায় ৪০টি বছর ধরে রাস্তার জন্য অবহেলিত হয়ে রয়েছেন গ্রামের জনসাধারণ। দীর্ঘ এই ৪০টি বছরে রাস্তার উপর একছিটে মাটি দেয়ার মতো কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেন নি।

কিন্তু নির্বাচন এলেই তাদের কদর বাড়ে। তাই কালের গর্বে ও গত বয়াবহ বন্যায় প্রায় বিলিন হয়ে পড়েছে ওই রাস্তাটি। রাস্তায় মাটি না থাকায় ওই রাস্তার উপর বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছেন গ্রামের লোকজন। ফলে আযান হলে অনেক মুরব্বিয়ানরা মসজিদে যাতায়াত করতেও অনেক কষ্ঠ হয়।

গ্রামের মুরব্বি আফরোজ আলী (৫০), হাজী আরশ আলী লাক্ষই (৫৯), তাহির আলী (৪৯), সমশেদ আলী (৪২) ও আনোয়ার আলী গেদা মিয়া (৩২) জানান, দীর্ঘ প্রায় ৪০টি বছর ধরে তারা এভাবেই সাঁকো দিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। তবে তাদের এই রাস্তাটি মেরামতের জন্য কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেন নি। সম্প্রতি উপজেলা পরিষদ থেকে ১৫০ফুট সড়ক সিসি ঢালাই কাজ দেয়া হয়। কিন্তু জনগণের কথা বিবেচনা না করে এই ঢালাই কাজটি ইটসলিং রাস্তা থেকে মাত্র ২০/২১ফুট ঢালাই করে গ্রামের মুক্তিযোদ্ধা আলকাছ আলীর বাড়ির উঠান ঢালাই করা হয়েছে বলে অভিযোগ করেন।

জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান আরশ আলী গণি বলেন, গ্রামের পক্ষ থেকে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করবেন। 

সিলেট সমাচার
সিলেট সমাচার