• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
১২

দক্ষিণ সুরমায় ভূমি জালিয়াতির ঘটনায় যুবক আটক

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

দক্ষিণ সুরমায় পুলিশের দায়েরকৃত মামলায় ভূমি জালিয়াত চক্রের সক্রিয় সদস্য সবুজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর লালদিঘীরপাড় এলাকার বাসিন্দা এডভোকেট আজাদের বাসা থেকে সবুজকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। সে বারখলা নং রোডের ৩১ নং বাসার বাবুল মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ভূমি দখলসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ভুয়া চাঁদাবাজি মামলা দিয়ে পুলিশের তদন্তে প্রমাণিত না হওয়ায় উল্টো সে পুলিশের মামলায় আসামি হয়ে পলাতক ছিল। ফলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে লালদিঘীরপাড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 দক্ষিণ সুরমা থানার এসআই শেখ মো. মিজানুর রহমান জানান, আটক সবুজ আহমদ গত ২০শে ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করে। মামলায় অভিযুক্ত করা হয় কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পাতারকুল গ্রামের মো. সামছুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মহান মুক্তিযুদ্ধের সংগঠক নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা মো. লতিফুর রহমান, একই এলাকার ইব্রাহিম এবং যুক্তরাজ্য প্রবাসী লামাবাজার লতিফুর রহমানের ভাতিজা ছাবের রহমানকে।

এই মামলাটি তদন্ত করতে গিয়ে সত্যতা না পেয়ে গত ১০ই মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে এই মামলায় আসামিদের অব্যাহতি প্রদানের অনুরোধ জানানো হয়। পরে বাদী সবুজ তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করা হয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার