• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
১৬

কানাইঘাট সরকারি কলেজ ও কমিউনিটি ক্লাবে মুক্তিযুদ্ধের বই প্রদান

সিলেট সমাচার

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

কানাইঘাট সরকারি কলেজ ও কমিউনিটি ক্লাবে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থ ও বই প্রদান করা হয়েছে। ১৫ মে সোমবার বিকেল তিনটায় প্রথমে কমিউনিটি ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধের উপর রচিত গ্রন্থ ও বই প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুন নুর ও সহ সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন এর হাতে এসব বই তুলে দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয় সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাব নব-নির্বাচিত কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইকবাল আহমদ প্রমূখ।

সিলেট সমাচার
সিলেট সমাচার