• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
২৬

ফেঞ্চুগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন এমপি হাবিব 

সিলেট সমাচার

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে অনেক অসহায় কৃষক শ্রমিক ও অর্থ সংকটে ধান কাটতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিতে উৎসাহিত হবেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ফেঞ্চুগঞ্জে ধান কেটা উদ্বোধনে এসব কথা বলেন তিনি।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপু চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ, সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জায়েদ আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক কলা মিয়া, যুগ্ম আহবায়ক আবু মিয়া, বাবলু আহমদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার