• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
৪১

একটাকা বেশি রাখায় সিলেটে ১ হাজার টাকা জরিমানা

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

সিলেটে নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র একটাকা বেশি রাখায় এক হাজার টাকা গুনতে হয়েছে এক বিক্রেতাকে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের ৫টি টিম নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকা থেকে মোবাইল কোর্ট শুরু হয়। এসময় নগরীর আম্বরখানার ভাই ভাই স্টোরে পেয়াজের দাম ৩৫ টাকা হলেও ৩৬ টাকা বিক্রি করা হয়। মাত্র ১ টাকা বেশি রাখাতে জরিমানা গুনতে হয় ১ হাজার টাকা। 

এছাড়াও সিটি কর্পোরেশন কৃতক নির্ধারিত গরুর মাংস ৭২০ টাকা বিক্রির কথা থাকলেও একজন বিক্রেতা তা বিক্রি করেছিলেন ৭৫০ টাকা। এজন্য তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন ও এনডিসি মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সিলেট জেলা প্রশাসন সূত্র জানা যায়, বাজার মনিটরিংয়ের জন্য ৫টি টিম গঠন করা হয়েছ। এগুলোর নেতৃত্বে রয়েছেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌসিফ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম কাসেম।

সিলেট সমাচার
সিলেট সমাচার