• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১৯

জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশনের কমিটি পুন:গঠন

সিলেট সমাচার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশনের ত্রি বার্ষিক সম্মেলন সিলেট নগরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী ভ্রমণ শেষে সন্ধ্যা ৭ টায় ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা ছালিক আহমদ। কার্যকরী সদস্য শাহজাহান মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটির উপদেষ্টা সদস্য মনোনীত হন আব্দুল বাতিন চৌধুরী, আব্দুস ছালাম, মাওলানা আলা উদ্দিন তাপাদার।

পুন:গঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ হলেন সভাপতি মাওলানা ছালিক আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, সহ সভাপতি আব্দুস ছালাম, হারিছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী, অর্থ সম্পাদক মো. তাহের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন আলী, সহ সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, প্রচার সম্পাদক শাহজাহান মোহাম্মদ সেলিম, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন, কার্যকরী সদস্য নোমান উদ্দিন চৌধুরী, কে আই বুলবুল, নূরুল হক চৌধুরী, ফখরুল ইসলাম, বেলাল আহমদ।

সম্মেলনে জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার