• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
২৯

বালাগঞ্জে হয়ে গেলো কৃষক সমাবেশ

সিলেট সমাচার

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

সিলেটের বালাগঞ্জে “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, সুখী কৃষক-সুখী দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবং কৃষক কৃষাণীদের উপহার শাড়ি, লুঙি, গামছা উপহার দেওয়া হয়।

বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের আয়োজনে এম.এ খান অডিটোরিয়ামে শনিবার (১১ মার্চ) বিকেল ৪টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্মসম্পাদক এডভোকেট শামিমা আক্তার খানম এমপি।

সভায় কৃষকলীগের সদস্য সচিব জিল্লুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ অর্থবিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাসেল, সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামসুল ইসলাম, সহসভাপতি মো. মিফতাহুল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সদস্য মুসলেহ আহমদ, তারা মিয়া, টিপু আহমদ, নীলমণি ধর, নীলমণি বিশ্বাস, মো. আজমান মিয়া সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সিলেট সমাচার
সিলেট সমাচার